আর্জেন্টিনা সমর্থক হলেই কি আমাকে ব্রাজিল বিদ্বেষী হতে হবে!
কিংবা ব্রাজিল সাপোর্টার হলেই কি আর্জেন্টিনাকে শত্রুজ্ঞান করতে হবে!
আর্জেন্টিনা বা ব্রাজিলের সাথে আমাদের সামাজিক, রাজনৈতিক,ধর্মীয় এমনকি খেলাধুলা বিষয়ক খুব বেশি রাষ্ট্রীয় যোগাযোগ নাই। তাদের সাথে আমাদের যোগাযোগ একটা, সেটা দুর থেকে সাপোর্ট করে যাওয়া। কিন্তু সেখানে এক দেশকে সাপোর্ট করতে গিয়ে আমরা আরেকটাকে শত্রু বানিযে ফেলি। মেসিকে ভালোবাসলে নেইমারকে হিজড়া বানাই, নেইমারকে ভালোবাসলে মেসির হাতে বদনা ধরিয়ে দেই ফটোশপে।
আমার মত সাধারণ ফেসবুকারের কথা বাদই দিলাম। সামাজিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, বড় মাপের অভিনেতা সহ অনেকেই এই মানসিকতার উর্ধ্বে উঠতে পারছে না। বেশ কয়েকজন বড় সাংবাদিককেও দেখলাম ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে নানা ভাবে আর্জেন্টিনাকে ছোট করতে। কাল ব্রাজিল বড় ব্যবধানে যেই হারলো অমনি রেকর্ড বই খুচে সামনে আনলো আর্জেন্টিনা কবে বলিভিয়ার সাথে ৬-১ গোলে হারছিলো, জার্মানির কাছে গতবার ৪ টা খাইছিল ইত্যাদি। যেন কার বংশে কয়জন চোর সেটা না বললে ঝগড়া জমবে না। আবার বড় পরাজয় দেখে ব্রাজিলকে ছোট করারও কিছু নাই। কাল ব্রাজিল হেরেছে, আজ আর্জেন্টিনাও হারতে পারে। ফুটবল ঐতিহ্যেও ব্রাজিল অনেক এগিয়ে। একটা পরাজয়ে তাদের ফুটবল পেছাবে না। দুঃখজনক হলেও সত্যি উভয় পক্ষেই এমন লোকের অভাব নেই।
অথচ এই আমরাই রাজনীতিবিদদের নানান সময়ে উপদেশ খয়রাত করি। মানসিকতা পরিবর্তন করতে বলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




