আমার নতুন গবেষনা (শর্ট-কাট, চটপট রান্না)
গবেষনা-১
গরু ও মুরগি এক সাথে রান্না করলে,
মুরগির মাংসের সাদ গরুর মাংস এর মত হয়ে যায় অনেকটাই।
লাভঃ-
কম খরচে একই সাথে গরু ও মুরগি খেতে পারা।
ব্যাচেলর, বিবাহিত ব্যাচেলরদের জন্য আদর্শ উপাদেয় খাবার।
গবেষনা-২
রান্না করা গরু + মুরগি, এর সাথে চাল + ডাল রাইস কুকারে দিয়ে আবার রান্না করলে অদ্ভুত এক ধরনের গরু ও মুরগি এর সুবাসযুক্ত খিচুড়ি তৈরি হয়।
লাভঃ-
ব্যাচেলর, বিবাহিত ব্যাচেলর রা তাদের পুর্বে রান্না করা গরু+মুরগি এর পুনর্ব্যবহার করে অভুতপুর্ব এই খিচুড়ি খেয়ে অর্থ ও সময় দুই-ই বাচাতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





