মায়া-প্রেম–ভালোবাসা-ব্যর্থতার অদ্ভুত সব রঙ !
আনন্দরঙ সুখরঙ কস্টরঙ নিঃসঙ্গতারঙ বিষাদরঙ হতাশারঙ...
আর কিছু নির্লজ্জ চেয়ে নেয়া ধূসর, কালো রঙ
সুখরঙ দায় এড়ায় বিষাদরঙের ভীড়ে...
জীবন যাপনে সরব উপস্থিতি
রঙেরা খেলে যায় যাচিত-অযাচিত সবই
প্রবল পরাক্রমে অর্থহীনতারঙ তীব্র বোধ জাগায়
সমস্ত রঙ ছাপিয়ে গৌরবে প্রকট হয় !
কত কত জীবন-রঙ জমা-বন্দি হতে থাকে
সযত্নে কুড়িয়ে কৌটোয়
এক দিন অর্থহীনতারঙ শূন্যতারঙের হাতে রাখবে হাত
বিষাদরঙ জুটে যাবে তাদের সাথে
তিন রঙের বিদ্রোহে বিগ্রহ লেগে যাবে রঙ-উৎসবে
ঘটে যাবে মুক্তি, পাবে ডানার প্রাণ!
উড়িয়ে নিবে জানি ... সেইদিন হবে উড়ে যাবার
আর না ফিরে আসার দিন
ভীষণ অভিমানরঙ কেবল
তোমার বুকের কাছটায় রেখে যাবে
খানিকটা তীব্র হাহাকাররঙ ...