অফিসে যাচ্ছিলাম। শাহবাগে বাস থামালেন ইনি। তখন সকাল ৮:৫৫। বাসের ড্রাইভারের কাছ থেকে কাগজ নিলেন। কন্ট্রক্টর নামলো। কী সব কথা হলো। তিনি বাসের যাত্রীদের বললেন, এই বাস যাবে না। আপনারা নেমে যান। প্রয়োজনে আমি অন্য বাসে তুলে দিব আপনাদের।
যাত্রীরা বলল, বাস যাবে না কেন ? আমরা ভাড়া দিয়েছি মতিঝিল পর্যন্ত। বাকি টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন। কেউ বলল, আমরা কি এখন অন্য বাসে দাঁড়িয়ে যাব ? এরা যদি কোন অন্যায় করে তাহলে কেস দিয়ে বাস ছেড়ে দেন। বাস আটকাবেন কেন ?
তিনি অনড়। বাস যেতে দিবেন না। কেসও করবেন না। যাত্রীরা কন্ট্রাকটরকে বলল, ব্যাটা টাকা দিয়া দে কিছু। এর মধ্যে একটা পুলিশের গাড়ি পাশে এসে দাঁড়ালো। যাত্রীদের দুরবস্থা দেখে হাসলো এবং চলে গেলো।
প্রায় আধাঘন্টা আটকে থাকলাম ওখানে। কিছু যাত্রী নেমে অন্য গাড়িতে করে চলে গেল। কিছুক্ষণ পর অবশিষ্ঠ যাত্রীরা ক্ষেপা শুরু করল। তখন উনি গাড়ি ছেড়ে দিলেন। আর কন্ট্রাকটরকে বললেন, গাড়ি নিয়ে রাজারবাগ গিয়ে তাকে যেন ফোন দেয়া হয়।
গাড়ি ছাড়লে কন্ট্রাকটর জানালো, পুলিশ ডিউটির জন্য এই গাড়ি দিতে হবে। টাকা দিলে ডিউটি থেকে মাফ পাওয়া যায়, কিন্তু এখন হাতে বেশি টাকা নেই তাই ওদের ডিউটি খাটতে হবে।
যাত্রীদের প্রশ্ন, রাস্তায় যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি পুলিশের ডিউটির জন্য নিয়ে নেয়া কোন ধরণের নিয়মের মধ্যে পড়ে ? নাকি আইনের পোশাক পরলেই যা ইচ্ছা তা-ই করা যায় এই দেশে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


