কখনো ডাকে নি আমায় দূর সমুদ্দুর
অনেক অনেক পথ দূরে, দূর বহু দূর।
আমার এই পথে আমি ঘুরেছি বহুকাল -
সমুদ্র ডাকলে আমায় ধরব সে পথ,
যে পথ গেছে মিশে সুনীল জলসীমানায়,
অপার আকাশ ছোঁয় যার শেষের সীমায়।
কিছু কথা রইবে কবিতায়
আরও কিছু
রইবে অশ্রুজলে গোপন ভাষায়
নীল-
নীল অপেক্ষায় সাগরলোনায় ভাসতে।
জলকন্যারা অবাক তাকাবে নীল চোখে....
সুনীল বিশালতায় এক ফালি সাদা ফেনা
আসবে ভেসে ভেসে আজব কৌতুহলে, যেন
সে গতজন্মের সেই ছোট জলকন্যা -
ভালোবেসে হয়ে গেল একটুখানিক ফেনা।
মমতায় স্পর্শ করবে পদযুগল
যেন বলবে, এটুকও যে কম কিছু নয়!
আমি তো আছি ফেনিল শরীরে তোমার সাথে
যে এসেছ চলে সমুদ্দুর ডেকেছে বলে .....
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




