হয়ত হঠাৎ করেই মগজের ধুসর কোষগুলোর মজ্জায় একদিন ক্লান্তি এসে ভর করবে আমার...
সাইন্যাপ্সের অনুরণনে আমার সমস্ত পেশি, দেহকোষ হবে অথর্ব জড়বস্তু...
এভাবেই হয়ত কোন কোন দিন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ব আমি...
তারপরও হয়ত প্রচণ্ড ইচ্ছেশক্তিতে উঠে দাঁড়াব,
অবিন্যস্ত পায়ে এসে দাঁড়াব তোমার দরজায়...
দরজা খুলবে তুমি...
আমি চাইব না তুমি সেজেগুজে মোমের পুতুল হয়ে থাকো,
কিংবা অভিমানী চোখে আমার অপেক্ষায় পথ চেয়ে থাকো অনেকক্ষন ধরে...
চাইবো আমার চোখে চোখ রেখে,তুমি যেন বুঝতে পারো- আমি স্বার্থপর নই !!!!স্বার্থপর কখনো ছিলাম ও না|
(সংগ্রিহিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


