পূণ্যভূমির দামাল ছেলে ওসমানী যে নাম,
সোনা দিয়ে এমন ছেলের শোধ হবেনা দাম!
পাক বাহিনী ঝাঁপিয়ে পড়ে পঁচিশে মার্চ রাতে,
দেশের চরম বিপদ দেখে অস্ত্র নিলেন হাতে।
হানাদারদের তাড়িয়ে দেন মুক্তিযুদ্ধ করে,
বিজয় নিশান উড়ছেরে তাই জন্মভূমির তরে।
বৃদ্ধ-যুবক সবাই মিলে খুশি হয়ে তাঁকে,
বাংলা মায়ের ধন্য ছেলে বঙ্গবীর যে ডাকে
ঘুমিয়ে আছেন বীরসেনাণী শাহ্জালালের পাশে,
ভক্ত প্রেমিক সব সময়ে তাঁর কবরে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




