তোমার কথা ভেবে- আজো আনমনা হয়ে যাই...
হে আমার অসংবরণীয় বয়সের বালক বেলা !
চুরিতে ধরা খাওয়া নিত্য,
শৈশবে কানমলা আর মা’য়ের সাথে খুনসুটি কিংবা
দুরন্তপনার বাদরামী কানামাছি খেলা ।
আশার কাব্যে মা’য়ের শিকোয় তোলা
মাটির বাসনে জীবজলে দোল খায় আজো -
লালণের ননীর আস্তরণ ।
সেই থেকে দোল খায় আজোবধি
লালণীয় অসংবরণীয় বয়সের বালক বেলা....!
তাই’তো ‘রবেনা এ ধন-জীবন-যৌবন
তবু কেন মন তোমার এতোই বাসনা-’,
এই দেহ এই মন মানছেনা বার-বারণ
বয়সের ভারে হাওয়ার দিন গুণছোনা ।
শুধুই চুরিতে ধরা খাওয়া নিত্য –
ঠিক যেন শৈশবে কানমলা আর মায়ের সাথে খুনসুটি,
দুরন্তপনার বাঁদরামী আর কানামাছি খেলা –
জীবনকাব্যের মাটির বাসনে দোল খায় আজো-
লালণীয় অসংবরণীয় বয়সের বালক বেলা....!
=====

সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





