মেইলিং এর মধ্যে বহুল ব্যবহৃত হচ্ছে জিমেইল, ইয়াহু, হটমেইল, লাইভ-মেইল ইত্যাদি। কিন্তু ইয়াহু কিংবা হটমেইল-এর চেয়ে আরও বহুগুণে ভাল মেইল সার্ভিস আছে। তবে তার আগে জানা যাক, ২০০৯-২০১০ সালে সেরা মেইলগুলোর অবস্থানঃ
১ম স্থানঃ Gmail (http://www.gmail.com)
২য় স্থানঃ AIM (American International Mail)
৩য় স্থানঃ GMX (http://www.gmx.com)
৪র্থ স্থানঃ Yahoo!
এটি সম্মিলিত কয়েকটি নামিদামি প্রতিষ্ঠানের জরিপের ফল।
এদের মধ্যে হটমেইল-এর অবস্থান ৫ম এ। যারা হটমেইল ব্যবহার করছেন, মনে রাখবেন, হটমেইল এমনিতে সেরা হলেও নানা কারণে এটির অবস্থা একেবারে নিম্নে। এখানে একাউন্ট খুলতে ঝামেলা, মেইল চেক করতে প্রায়ই সমস্যা হয় আরও অনেক সমস্যা।
এখন আসা যাক আসল প্রসঙ্গে। পৃথিবীর অন্যতম ভাল ই-মেইল সার্ভিস হল GMX। কেউই হয়ত আপনারা এই নামটি জানেন না। আপনাদের দোষ নেই, মূল কারণ হল, এর ডেভেলপারদের নিজেদের সুনাম বিস্তৃতির ব্যাপারে কচ্ছপের গতিতে আগায়। তবে এর মেইল সার্ভিস ও স্প্যাম ডিটেকশন সিম্যান্টেক এর মতে, সবচেয়ে বেশি (জিমেইলের চেয়ে কম)। তাই আপনাদের যাদের জিমেইল আছে, তারা যদি আরেকটি মেইল একাউন্ট খুলতে চান, তারা GMX এ খুলুন। এর হোম পেজ এবং মেইল বক্স খুব আকর্ষণীয়। এখানে জিমেইলের মত মেইল লোড হতে সময় লাগে না। আপনারা মনে করতে পারেন এটি একটি সাধারণ লোকাল মেইল সার্ভিস। এর সুনাম নেই। কিন্তু উপরে যে শ্রেণীবিন্যাস আছে, সেটা কিন্তু আমি বানাইনি। আমেরিকার মেইলিং সেবা সংস্থা থেকে এটি এসেছে, এখানে ওয়েবের বিভিন্ন বিষয় রিসার্চ করা হয়।
এখানে সাধারণ মানুষের ব্যক্তিত্ব ও মনের আকাঙ্খা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়ছে। আপনি কিভাবে এর সেবার উন্নতি করা যায় সে বিষয়ে সাজেস্ট করতে পারবেন ‘ব্রেনস্ট্রম’ নামের বিশেষ বিভাগে। এখানে আপনার সাজেশন যদি জনপ্রিয় হয় (পয়েন্ট), তাহলে তা অবশ্যই ডেভেলপারদের চোখ এড়াবে না। আমি এই তৃতীয় স্থান অধিকারীকে ব্যবহার করতে বলছি, কারণঃ
১। প্রায় সবারই জিমেইল একাউন্ট আছে।
২। এর অবস্থান ইয়াহু- এর আগে।
৩। আমেরিকান ইন্টারন্যশনাল মেইল এ খোলার জন্য আলাদা ম্যাসেঞ্জার লাগে।
৪। এর আউটলক আকর্ষণীয় এবং সুন্দর।
৫। এর স্প্যাম প্রোটেকশন অসাধারণ।
৬। বেশ আকর্ষণীয় থিম ব্যবহার করা যায়
৭। কোন প্রকার এড নেই।
লক্ষ্য করুনঃ যদি আপনারা একাউন্ট খুলতে এরর মেসেজ পান, তাহলে পরে ট্রাই করুন।
আপনারা বলতে পারেন, এখন তো সবাই ইয়াহু, হটমেইল ব্যবহার করে। কিন্তু মূল কথা হচ্ছে, প্রথমে এগুলো জনপ্রিয় ছিল এবং দ্রুতে ছড়িয়ে পড়েছিল বলেই সবাই ব্যবহার করে।
যদি আপনারা একাধিক মেইল এড্রেস খুলতে চান তাহলে অবশ্যই GMX এ খুলবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




