খেয়ালের আয়নায় দেখি তোমায়
দৃষ্টির সীমানায় তুমি আমার,
কল্পলোকের ভীড়ে রঙ্গিন বারবার,
তুমি আছ হৃদয়ে আমার,
ফিরে ফিরে আস যে শতবার।
বাস্তবতার আলোকে কল্পনা তুমি,
মনের আল্পনায় ঘর বাঁধি আমি।
হৃদয়ের অজানা আবেশে তোমায় ডাকি,
সজীব সতেজ তোমায় ভাবি,
এ নিরবে, এ গহীনে আছ যে মিশে,
তুমি আমার কল্পনা, তুমি আমার বাস্তবতা।
স্বপ্নে বিভোর তোমায় খুঁজি,
রাত-দিন নিশিকথা তোমায় বুঝি
তুমি আমার কল্পনা, তুমি আমার বাস্তবতা।
মনের দেয়ালে আটকে তোমার ছবি,
সাজাই আমার অচেনা প্রহর
মগ্ন আমি তোমার প্রেমে রাত-দিনভর
তুমি আমার কল্পনা, তুমি আমার বাস্তবতা।
তুমি আমার আশ্রয়,
তুমি আমার প্রশ্রয়
শুরু আমি তোমার কাছে,
শেষ আমি তোমার পাশে
শেষে এসে অবশেষে,
ভালোবেসো, ভালোবেসো......
এই আমায়, এই আমায়, এই আমায়।
তুমি আমার কল্পনা, তুমি আমার বাস্তবতা......
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




