আওয়ামী লীগের একটা ব্যর্থতা আছে। যেভাবে শক্ত হাতে যুদ্ধপরাধী দের শায়েস্তা করেছিলো সেভাবে তারা ওয়াজ নসিহতের সময় সংখ্যা লঘুদের বিরুদ্ধে করা বিদ্বেস মূলক ভাষনে কোনো ব্যবস্থা নেয় নাই। দেদারসে তারা হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ওয়াজ নসিহত করেছে। একটা জনগোষ্ঠীকে তারা ঘৃণা ভরা বুক নিয়ে পাহাড়ের চূড়ায় দাড় করিয়ে রেখেছে, কয়েক বছর পর পর এই পাহাড়ের চূড়ো থেকে শুধু মাত্র একটা ধাক্কা দেয়া হয় আর, ব্যস এতেই বিশ্ব জুড়ে বাংলাদেশের নাম আবার কালো তালিকা ভুক্ত হয়ে যায়। নাসির নগর আর রামু থেকে শল্যা কোথাও কোনো বিচার হয় নাই। হাজার হাজার জনতা ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে নিউজ পোর্টাল গুলোর কমেন্ট বক্সে বিদ্বেস ছড়ায় তাতেও ব্যবস্থা নেয় নাই । এসব শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের সরকার কিছু করেনাই।
আমার ধর্ম আমার কাছে সেরা তাদের ধর্ম তাদের কাছে সেরা। এটা আমি কখোনোই পরিবর্তন করতে পারবোনা। এক জায়গার একজনের ঘটানো ঘটনার জন্য পুরো দেশে তান্ডব চালানোর অপরাধের ক্ষমা আল্লাহ তায়ালা করবেন না। আমাদের দেশ তেল সম্পদের ভরপুর দেশ না যে তেল বেঁচে খাবো, ওই পোশাক নাহয় শ্রম রপ্তানী করেই খেতে হবে আমাদের।
এভাবে চলতে থাকলে বাইরে থেকে কার্যাদেশ ও আসবেনা না, এ দেশের শ্রমিক ও কেউ নেবেনা।
না খেয়ে তখন হিন্দু মুসলিম সবাই মরবে। ভালো থাকবে শুধু ব্যবসায়ী গুলো। ধর্ম ব্যবসায়ীদের পেট খালি হবেনা, ক্ষুদায় থাকবো আমি আর আপনি।
"ইসলাম পালন করতে গিয়ে যদি আপনি ধৈর্য্য হারিয়ে ফেলেন, আক্রমণাত্নক, অসভ্য এবং বদ মেজাজি হয়ে পড়েন। তবে জেনে নিন আপনি ইসলাম চর্চা করছেন না।"
ডঃ বিলাল ফিলিপ্স।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



