বাংলাদেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ বাড়ি আছে, প্রতি টা বাড়িতে গড়ে ৩ টা করে সিলিং ফ্যান থাকলে, ৩.৫০ কোটিx3= ১০ কোটি ৫০ লক্ষ সিলিং ফ্যান। প্রতিটি ফ্যান ৮০ ওয়াটের হলে ৮৪০ কোটি ওয়াট শুধু সিলিং ফ্যানেই বিদ্যুৎ ব্যবহার হয়তো হয়।
মনে হয় ১০ লক্ষ ওয়াটে ১ মেগা ওয়াট। মানে ৮৪০০ মেগাওয়াট বিদ্যুৎ শুধু সিলিং ফ্যানে? না নাহ, পরিসংখ্যান গুগল ঘেটে দেখলাম বাংলাদেশের ফ্যানের হিসাব পাইলাম না।
আমার নিজের কাছে সংখ্যা টা গাজা খুড়ি মনে হচ্ছে তাই ধরি ৫ কোটি সিলিং ফ্যান ৮০ ওয়াটের, ৪০০ কোটি ওয়াট মানে ৪০০০ মেগাওয়াট শুধু সিলিং।
এখন সরকার যদি ৩৫ ওয়াটের ফ্যান গুলোর ওপরে ভর্তুকি দেয় তবে সেভ হবে অনেক বিদ্যুৎ। একটা সিলিং ফ্যান ১৫০০ থেকে ৩০০০ টাকা কিন্তু ৩৫ ওয়াটের ফ্যান গুলো ৫২০০ টাকা যা আমাদের কেনা সম্ভব না। তাই এনার্জি বাল্ব যেমন একসময় ফ্রী তে বিতরণ করা হয়েছে তেমন বিতরণ করা হউক বিনিময়ে পুরানো ফ্যান নিয়ে নেয়া হউক।
এতে করে মাত্র ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হবে সারা দেশে ফ্যানের জন্য। বাঁচবে ২২৫০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ। এবার আসি ৫ কোটি ফ্যানে ৪০০০ টাকা করে ভর্তুকি দিলে প্রায় ২০ হাজার কোটি টাকা সরকারের ব্যয় হবে। বাচবে ২২৫০ মেগাওয়াট, ২২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মানে খরচ প্রায় লাখ কোটি টাকা। এনার্জি বাল্বে যেমন দেশে বিদ্যুৎ সেভিং এ বিপ্লব এসেছিলো ঠিক তেমনি সিলিং ফ্যান দিয়ে শুরু করা হউক। পর্যায় ক্রমে বিদ্যুৎ খেকো পুরানো ফ্রীজ এসি টিভি জমা নিয়ে জনগন কে সহজ কিস্তি তে পাওয়ার সেভিং ফ্রিজ এসি টিভি রিপ্লেসের সুযোগ দেয়া হউক।
বিঃদ্রঃ আমি জাস্ট মোটের ওপর হিসেব করেছি, কোনো ইঞ্জিনিয়ার আমি না। আমার হিসেবে মারাত্মক ভুল হতে পারে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




