এই হাসনাত আব্দুল্লাহদের বাড়াবাড়িগুলা বেশ অনেক দিন ধরেই চোখে পড়তেসে। সব জায়গায় এমনকি সচিবালয়ে পর্যন্ত এদের একদম ভিআইপি এক্সেস। কেন? দেশের যে কোন জায়গায় পান থেকে চুন খসলেই সেখানে হাসনাতরা হাজির "উদ্ধার" করতে। কী কারণে? দেশে ইন্টেরিম গভমেন্ট আছে না এখন? হাসনাতরা নিজেদের অবতার মনে করা শুরু করসে কোন অধিকারে? বিপ্লব সফল করসে দেখে? ক্যান ভাই? বিপ্লব কি হাসনাতদের একার?
"৯ আর ১ দুইটাই ডিজিট, কিন্তু দুইটা তো সমান না। কারো কারো অবদান কারো কারো চেয়ে বেশি।" - শুধুমাত্র এই লাইনটার জন্য এই বিপ্লবের প্রতিটা স্টেকহোল্ডার হাসনাত আব্দুল্লাহর জিহবা টেনে ছিঁড়ে ফেলার অধিকার রাখে... বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এখন অবদানের দোহাই দিয়ে বৈষম্য করছে। বাহ! হাসনাতরা অতি উৎসাহে ভুলে যাচ্ছে যে হাসিনার মত শিকড় গেড়ে বসে যাওয়া ফ্যাসিস্টকে যারা নামায় ফেলসে, বেশি বাড়াবাড়ি করলে এই হাসনাতদের মাটিতে নামাইতে তাদের কোন এফোর্টই দেওয়া লাগবে না। তেলাপোকার মত পিষে ফেলবে একদম হুট করে।
ফেসবুক থেকে: রাফিউল ইসলাম রাতুল
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




