আমার মতন গরিবের ডার্বি এখন 70 টাকা। আগে দুই বছর পর পর 5 টাকা করে বেড়ে 55 টাকায় আসছিলো। এখন এক লাফে 15 টাকা বাড়সে।
বাচ্চার জন্য এন্টিবায়েটিক সিরাপ কখেনো 220 টাকার ওপরে দাম দেখি নাই। গত কাল cefuroxime usp সিরাপরে দাম দেখি 330 টাকা।
পরে দুইটা টেবলেট কিনে ভেঙ্গে ভেঙ্গে খাওয়াচ্ছি।
বিড়ি থেকে ওষুধ পর্যন্ত, পান থেকে চুন পর্যন্ত এমন নজির বিহীন ভ্যাট ট্যাক্স আরোপ দেশের ইতিহাসে কবে হইসে!
এর আগে জোট সরকার ও ক্ষমতা ছিল, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি কম থাকলেও এমন নজির বিহীন অবস্থার সামনে পড়িনাই।
আপনারা যারা ভালা মানুষ যারা নির্বাচন চান না, বলসিলেন প্রবাসীরা ডলার পাঠাইয়া রিজার্ভ আমেরিকা নিয়ো যাবে।
দিন শেষে রাজনৈতিক সরকারের বিকল্প নাই।
দেশ চালায় রাজনীনিতি বিদেরা।
2014 সালে ভোট দেই নাই কারণ সেটা অংশ গ্রহণ মূলক ছিলনা তাই,
2018 তে বিএনপি অংশ নেয়ায় দিসি।
2024 এ দেই নাই কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
এখন নির্বাচন ছাড়া মহা সংস্কারের নাম করে আমাদের কে পথে বসানোর যেই কর্মযজ্ঞ চলতেসে। তা থামান।
বিএনপি ক্ষমতায় আসলে আমার বিশ্বাস তারা অতীত থেকে শিক্ষা নিয়ে লীগের চেয়ে ভালো দেশ চালাবে।
সামান্যে দু চারশ মিলিয়ন লোনের জন্য যেই ট্যাক্স আরোপ করতেসেন তাতে আমাদের মরন ছাড়া গতি নাই।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯