
হাদি কে প্রচুর থ্রেট দেয়া হয়েছে মোস্তফা সরোয়ার সাহেবের/ও তার বোনের ভাষ্য মতে ভারত থেকে। হাদির নির্বাচনি প্রচারণায় কথিত হন্তারক আরও অনেক দিন আগে থেকেই অংশ নিয়েছে।
এখন প্রশ্ন হলো আমাদের গোয়েন্দা সংস্থার কার্যক্রম সম্পূর্ণ একটা দিকে ব্যস্ত রাখা হয়েছে।
কোন প্রকার গোয়েন্দা কার্যক্রম যদি চলতো আসলেই তাহলে এই ঘটনা ঘটার কথা না।
এবার আসি যেখানে সাধারণ অসুস্থ হার্টের রোগী সহ এ পর্যন্ত ১১২ জন মারা গিয়েছে জেলে। যারা নিতান্তই বেশির ভাগ ই ভদ্র লোক। কিন্তু এই ছেলে এতো বড় ক্রিমিনাল যে কিনা অস্ত্র নিয়ে ধরা পড়েছিলো। তাকে কে জামিন করিয়েছে?
যেখানে নিরিহ হাজারো হাজারো মানুষ জামিন পাচ্ছেনা। জামিন দিতে যেখানে উপদেষ্টাদের তরফ থেকে মানা করা হচ্ছে।
সেখানে এই অস্ত্র ধারী কার প্রভাবে জামিন পেলো?
৫ ই আগস্টের পরে সকল চরমপন্থী সন্ত্রাসী দের মুক্ত করে তাদের নাকি নজর দারিতে রাখা হয়েছে সরকারের তরফ থেকে জানানো হয়েছিলো!
কি ধরণের নজর দারি আমরা কেউ জানিনা।
জনপ্রতিনিধি দের জেলে পুরে যে শূন্য স্থান সৃষ্টি করা হয়েছে। সেই শূন্য স্থান পূরণ হচ্ছে চরমপন্থী দের দ্বারা। ভালো ছাত্রলীগার রা জামিন পাচ্ছে না অথচ খারাপ ছাত্রলীগার জামিন পেয়ে হন্তারক হয়ে উঠছে। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের কে কি একটা ব্যর্থ রাষ্ট্র উপহার দিতে চায় নাকি প্রশ্ন রেখে গেলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




