লালনগীতি
কুষ্টার_বানাত = আখের জঙ্গল বা আগাছা।
শালগ্রাম = বিষ্ণুর প্রতীকরূপে পূজিত কৃষ্ণবর্ণ শিলা।
নোড়া = পেষণী, শিলের উপর রেখে যে প্রস্তর খন্ড দ্বারা মসলা বাটা হয়।
নারা = অক্ষম হওয়া।
দাঁড়া = অবস্থা, গতি।
চটক = ঔজ্জ্বল্য।
----------------------------
সোনার মান গেল রে ভাই
ব্যাঙ্গা এক পিতলের কাছে।
শাল ফটকের কপালের ফের
কুষ্টার বানাত দেশ জুড়েছে।।
বাজিল কলির আরতি
প্যাঁচ প’লো ভাই মানীর প্রতি।
ময়ূরের নৃত্য দেখে
প্যাঁচায় পেখম ধরতে বসে।।
শালগ্রামকে করে নোড়া
ভূতের ঘরে ঘন্টা নারা।
কলির তো এমনি দাঁড়া
স্থুলকাজে সব ভুল পড়েছে।।
সবাই কেনে পিতলদানা
জহরের মূল্য হলো না।
লালন কয় গেল জানা
চটকে জগৎ মেতেছে।।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২১ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




