জুলাই ৩৬
আত্মার খুন তো অনেক আগেই হয়েছে
দেহ নামক একটা খালি খোলস নিয়ে ঘুরছি।
ঘুরছি তো ঘুরছি...
ঘুরতে ঘুরতে এলাম ফেসবুকে।
শুরুতেই একদল মানুষ—
কিছু দাবিদাওয়া নিয়ে ঘুরছে।
তাদের সাথে যোগ দিয়ে মিছিলে কিছুক্ষণ হাঁটলাম।
পুলিশের বেরিকেট ভেঙ্গে
রাজপথে গ্যাঞ্জাম—
একটা গাড়ী পোড়ানো হল,
লাঠিসোটা, টিয়ারসেল, রাবার বুলেট,
ইট পাথরের বর্ষা আর ছররা গুলি পেরিয়ে
একটা গলির ভেতর গিয়ে ঢুকলাম।
কালচে লাল... বাকিটুকু পড়ুন
