সুন্দর লিখেছেন।।
ইস্কন ও বাউল এক নয়।।
কিন্তু আপনি যা বুঝাতে চাচ্ছেন তার সাথে আমি অনেকটাই একমত। কিছু মানুষের ইসলামের নামে অন্য মতাদর্শীদের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সুক্ষ্ম কৌশলে নির্যাতন ও নিপীড়ন চালানো।।
ইস্কন একটি সংগঠন অপরদিকে বাউল একটি জীবনধারা/বাউল ধর্ম। লাঠির সাথে এক তারার সংগ্রাম যুগ যুগ ধরে চলে আসছে। কাঠমোল্লাদের অত্যাচার মনে হয় কোন কালেই বন্ধ হবে না।
আমার মতে, ধর্ম এবং সংগঠন এক নয়। সংগঠন ও তার কিছু ব্যক্তি বিশেষের চিন্তাধারা সমগ্র ধর্মকে রিপ্রেজেন্ট করে না। সেট যেই ধর্মই হোক। সকলের ধর্ম এক হলেও সকলের মত, আদর্শ এবং চিন্তাধারা ভিন্ন। তাই কারো অপরাধের দায়ভার সমগ্র ধর্মের নয় কিংবা কোন ধর্ম বহন করবে না।।
আমার প্রশ্ন,
# কোন জঙ্গি মুসলিম সংগঠনের দায়ভার ইসলাম ধর্ম বহন করবে কেন?
# কোন জঙ্গি ইস্কনের দায়ভার হিন্দু ধর্ম বহন করবে কেন?
আমার গবেষণায় আমি পেয়েছি লালন ও বাউল এক ধারা নয়। আপনার লেখায় দুটি প্রায় মিলেমিশে একধারা হয়ে গিয়েছে বলে মনে হলো।।
আপনার সাথে তর্ক নয় নিজের মনভাব প্রকাশ করলাম। আরো কিছু লিখতে চাচ্ছিলাম, শক্তি হচ্ছে না। আমি প্রচুর ক্লান্ত, ঘুমে চোখ বুজে আসছে। ভালো থাকবেন।।
পরিশেষে কয়েকটি পদ বলে শেষ করি,
# “যার যা ধর্ম সেই সে করে, তোমার বলা অকারণ। সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।।”
# “সারা গায়ে কাটিলে তিলক গৌড় মেলে না।।”
# “যে রাম সেই যে রহিম চিনলি না মনা। আছে দিল দরিয়ায় মনিমুক্তা পরখ করে দেখলি না। ওরে ওরে দ্বীন কানা।।”
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৭