যখন আমি উগ্র
ফণা তুলবে আমার তিব্র ব্যাকুলতা।
তখন তোমার বাহুতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে
পারবে আমার স্থিরতা ফিরিয়ে দিতে?
যখন আমি জেদি
তিব্র হিংস্রতায় বন্য হয়ে উঠব।
কথামালার প্রখর আঘাতে অন্তরে তোমার আমি রক্ত বর্ষা ঝরাব।
পারবে তোমার কোমলতায় আমার শীতলতা ফিরিয়ে দিতে?
যখন আমি দাবানল
ফুল নয় ফুলকি হয়ে তিব্র ভাবে জ্বলব।
তখন তুমি হিম হয়ে শক্ত করে দুবাহুতে জড়িয়ে
পারবে তোমার বক্ষে আগলে ধরে আমার অবিচলতা ফিরিয়ে দিতে?
যখন আমি বিবাগী
মাঝরাতে আচমকা ঘুম ভেঙ্গে জেগে উঠব।
নিজের মাঝে নিজের থেকেও অনেক বেশি কিছু খুঁজব।
পারবে তোমার উষ্ণতায় আমার নমনীয়তা ফিরিয়ে দিতে?
যখন আমি চন্দ্রাহত
কলঙ্ক রক্তিম চাঁদ;
আমি মেঘের ন্যায় ভাসব।
হয়তো অনেকটা তোমার হাতের নাগালের বাইরে।
হয়তো তোমার থেকেও অনেক বেশি পূর্ণিমা ভালোবাসব।
পারবে আমাকে ভালোবাসতে?
পারবে ঈর্ষা বিসর্জনে নিঃস্বার্থ সমর্থনে
আমার পূর্ণতা হয়ে আমাকে আঁকড়ে ধরে থাকতে?
যদি ভালোবাস— আমাকে জানতে হবে।
পারবে আমাকে ভালোবাসতে?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৬