
আজ ১লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। আজ চিঠি দিবসে আমার পড়া একটা শ্রেষ্ঠ চিঠি। যা হাস্যকর হলেও অনেক গভীর। চিঠিটা কোন কালে লেখা জানি না। ইন্টারনেট মারফত আমার নজরে আসলো।
পিও আরিপ,
আমি তুমাকে কত বালুবাসি তা তুমাকে বলে বুজাতে পারবো না। তুমি আমার রিদএর বিতরে তাই তুমাকে বুলতে পারি না।
তুমি শুদু একটা গেনজি আর জিনছের পেন পরে গুরো সেটা দেকতে আমার বালু লাগে না তাই বরো বাবির জুমানু টাকা চুরি করে তুমার জন্ন পাটালাম তুমি ইদের জন্য কাপর কিনে নিও।
তুমাকে আমি রিদই দিয়ে বালুবাসি আমার সুনা। তুমাকে অনেক চুমা দিলাম।
ইতি,
তুমার পেমিকা কুলছুম।

যতই হাসেন না ক্যান আমার কাছে চিঠি দিবসের এটাই শ্রেষ্ঠ চিঠি। তাও আবার হাতে লেখা চিঠি। বানান যাই হোক আবেগটাই বড় বিষয়। বড় ভাবির টাকা চুরি করে ইদের কাপড় কিনতে সে তার প্রেমিকে টাকা দিছে। প্রেম মানুষকে চুন্নি বানিয়ে দেয়। ধরা পড়লে বেচারি কি কেলানিটাই না খাবে ভাবা যায়। "আমি কি বলছি আমি নির্দোষ.. আমি দোষী" একটা মিম আছে না, সেটার পার্ট - টু হচ্ছে কুলছুম।
যাইহোক আরিপ আর কুলছুমের জন্য শুভকামনা রইলো।
সামু পরিবারের সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা।।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


