
চাতক একটা পাখি। ছোট এই পাখির বসবাস সমুদ্রের কিনারায়। এই পাখির একটা বৈশিষ্ট্য হচ্ছে সে বৃষ্টির পানি ছাড়া অন্য কোন পানি পান করে না। তৃষ্ণায় জীবন শেষ হয়ে গেলেও না। সে শুধুমাত্র বৃষ্টির পানি খেয়েই বেঁচে থাকে।
সুফি, ফকির, কবিরাজ, বাউল, সাধু-গুরুদের কাছে চাতক একটা সাধনার প্রতীক। ঠিক চাতকের মতই তারা নিজেদের সাধনার প্রতি অনর থাকতে চায়। চাতকের মতো কোন কিছুই যেন তাদের সাধনা-ধ্যান, লক্ষ্য, উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটাতে না পারে।
ভাবুন তো আপনার চোখের সামনে এক নদী জল অথচ আপনি তৃষ্ণায় মারা যাচ্ছেন। পারবেন জল না খেয়ে থাকতে?
বর্তমান সমাজের অবস্থা ঠিক তেমনি— একই স্বরূপ। চারিদিকে মুনাফিক আর বেইমান এবং তাদের গড়ে তোলা অনিয়ম আর দুর্নীতির চাকচিক্যময় জীবন আর অঢেল টাকা-পয়সার লোভ দিয়ে তৈরি সামাজিক সিস্টেম।
পারবেন এমন সমাজে একদিন কোন প্রকার পাপ ছাড়া টিকে থাকতে? পারবেন নাহ। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ— প্রতিদিন আপনাকে কোন না কোন ভাবে পাপের ভাগীদার, অংশীদার হতেই হবে। কারণ চুপ থাকাও যে একটা পাপ।
সাধারণ মানুষদের কাছেও চাতক একটি অনুপ্রেরণার উৎস। সমুদ্রের পানির মতো আপনার চোখের সামনে এক সমুদ্র পাপের টাকা, ঘুসের টাকা, হারামের টাকা অথচ আপনি আল্লাহ—ঈশ্বরের আদেশ মেনে তা ছুঁইছেন না, স্পর্শ করছেন না। আপনি আপনার ঈমানের প্রতি অনর।।
যারা নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্যে অনর থেকে সংগ্রাম চালিয়ে যায়, তারাই একটা সময় সফল হয়। হয়তো ইহকালে— নয়তো আখিরাতে। আল্লাহ, ঈশ্বর অথবা মনের মানুষ সকলের কথা জানেন, শুনেন এবং দেরীতে হলেও সাড়া দেন। আমার মনে হয়, শত নিরাশায় এক বুক আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন।।
চাতক নিয়ে ফকির লালন সাঁইজী অসংখ্য বাণী, কালাম, পদ বলে গিয়েছেন। যার মধ্যে আমার ভালো লাগা কিছু পদ :-
❝চাতক ম’লে যাবে জানা। ঐ নামের গৌরব রবে না। জল দিয়ে করো সান্তনা অবোধ লালনে।। চাতক বাঁচে কেমনে? মেঘের বরিষণ বিনে।।❞
❝মেঘে কত দেয় গো ফাঁকি। তবু চাতক মেঘের ভুখী। অমনি নিরিখ রাখলে আঁখি। তারে সাধক বলে।। অমৃত মেঘের বারি, মুখের কথায় কি মেলে। চাতক স্বভাব না হলে।।❞
❝চাতক পাখির এমনি ধারা। অন্য বারি খায় না তারা। প্রান থাকিতে জ্যান্তে মরা। ঐ রূপ ডালে বসে ডাক।। আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ। সে রূপ দেখবি যদি নিরবধি, সরল হয়ে থাক।।❞
❝নবঘন বিনে বারি। খায় না চাতক অন্য বারি। চাতকের প্রতিজ্ঞা ভারি। যায় যাবে প্রাণ সেও ভালো।। ওরে বিধি হায়রে বিধি। তোর মনে কি ইহাই ছিলো।। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চাতকী ম'লো।।❞
❝চাতক প্রায় অহর্নিশি। চেয়ে আছে কালো শশী। হব বলে চরণদাসী। তা হয় না কপাল গুণে।। মিলন হবে কত দিনে।আমার মনের মানুষের সনে।।❞
বৈশাখের বর্ষা শুরু হয়ে গেছে। বসে বসে ঝুম-ঝুম বৃষ্টি পড়া দেখছি। কর্ম-ব্যস্ততা পাশ কাটিয়ে বৃষ্টি দেখলেই চায়ের কাপ হাতে মন আমার আপন মনেই গেয়ে ওঠে লালনের ভালোলাগা প্রিয় কিছু গান। বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। যদি না তার বাসা পুরান ঢাকা হয়। হা হা এটাই বাস্তব। যারা বর্ষাকালে পুরান ঢাকায় যায়নি তারা এই কথার মর্ম বুঝবে না। যাইহোক, বর্তমান আমি পুরান ঢাকায় নেই তাই আই লাভ রেইন। বর্ষা উপভোগ করি। চাইলে আপনিও "চাতক" নিয়ে আপনার পছন্দের কিছু লাইন লিখে যেতে পারেন। লালন ভক্তদের জয় গুরু।।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


