ছুটে চলা শহরের যান্ত্রিকতার চাদরে,
শেষ বিকেলের ক্লান্ত রোদের আদরে,
ইচ্ছে হয় সব ছেড়ে ছুটে তোমার কাছে যাব।
ভালবাসায় খুনসুটি কারণে-অকারণে
অভিমানী তুমি, অবুঝ আমি স্বভাবে।
প্রিয়তমা তোমার জানালার বাহিরে
একদিন আমি দোয়েল হয়ে,
শিস দিয়ে তোমার রাগ ভাঙ্গিয়ে যাব।
- লিংকন।

সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





