আমেরিকা সবার মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে , অথচ তারা ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলে । আজকে ইসরায়েল কুমিরের মতো ফিলিস্তিনকে গিলে খাচ্ছে , একমাত্র আমেরিকার সাহসে । আমেরিকা পেছন থেকে সরে গেলে , ইসরায়েল কখনো এতো সাহস পেতো না ।
এখন প্রতিবাদের সময় । ফিলিস্তিনের মানবাধিকার লংঘনের জন্য আমেরিকা প্রশ্নের সম্মুখীন হতে পারে । সম্ভবত ফিলিস্তিনের জন্য পৃথিবীতে নতুন একটি বলয় তৈরি হবে , যারা প্রশ্ন করবে । এমনও হতে পারে যে , মহান সৃষ্টিকর্তা শাস্তি নাজিল করবেন এবং ফিলিস্তিনের প্রতি অমনোযোগী হওয়া দেশগুলি এ শাস্তি পাবে ।
আমেরিকা ইউরোপ , পৃথিবীর কোনো জায়গায় মানবাধিকার লংঘন হলে , তাদের উপর অবরোধ দেয় , অথচ ইসরায়েলের উপর কোনো অবরোধ তো দেয়-ই না , বরং আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার উপহার পাঠায় । তাহলে আমেরিকা ইউরোপ কি মানবাধিকার নিয়ে কাজ করার অধিকার রাখে ?
আমেরিকা ইউরোপকে কি দোষ দিবো, মুসলমানরাই তো ইসরায়েলের সাথে গভীর সম্পর্ক তৈরি করছে প্রতিনিয়ত । মহান সৃষ্টিকর্তার শাস্তি পাওয়ার জন্য এই মুসলিরাই অগ্রগণ্য । হে আল্লাহ পৃথিবীর সবচাইতে নিগৃহীত জাতি ফিলিস্তিনের প্রতি সরাসরি সাহায্য করো এবং আল আকসাকে রক্ষা করো ।
( ডাঃ আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


