কয়েকদিন পূর্বে ভারতে সরকার তথা বিজেপি বিরোধী একটি জোট গঠন হয়েছে । জোটটির নামকরণ করা হয়েছে ইন্ডিয়া । অর্থাৎ ইন্ডিয়াতে একটি জোটের নাম ইন্ডিয়া । নামকরণ নিয়ে সমালোচনা হলেও জোটটির উদ্দেশ্য অত্যন্ত ভালো। এই জোট মোদির বিজেপিকে হারাতে চায় । কারণ মোদি ভারত থেকে গনতন্ত্রকে অনেকটাই নির্বাসনে পাঠিয়েছেন ।
ইন্ডিয়া জোটটি গঠন করেছে বৃহৎ দল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দল । যেমন - তৃণমূল কংগ্রেস , আম আদমিসহ অন্যান্য দল । এরা গত নির্বাচনে এক ছাতার নিচে আসতে পারে নাই । এবার এসেছে এবং আশা করা যায় ভারতে গনতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ । তবে জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবে , এটা নিয়ে মতবিরোধ আছে । আমি মনে করি মমতা এবং রাহুল গান্ধীর মধ্যে যেকোনো একজন উত্তম হবে ।
মোদি এখন অনেকটা একনায়কতান্ত্রিক রাষ্ট্রনেতা । দ্রুত গতিতে সারা ভারতে গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে , মানুষের কোনো অধিকার নেই , ধর্মীয় স্বাধীনতা নেই। সেখানে এই ইন্ডিয়া নামক বিরোধী জোটটি অত্যন্ত আশাব্যাঞ্জক । ধর্মনিরপেক্ষ সংবিধানের ভারতে এখন নূন্যতম ধর্মনিরপেক্ষতা নেই । আর এটা গনতন্ত্রের পূর্ণ বিপরীত ।
বর্তমান ভারত সরকার নিজ দেশের গনতন্ত্রকে তো দুর্বল করছেই , পাশাপাশি বাংলাদেশের গনতন্ত্রকেও দুর্বল করছে । যেটা মানবাধিকারের চরম লংঘন ।
আমার প্রিয় মাতৃভূমিতে গনতন্ত্র অনেকাংশে দুর্বল । অথচ গনতন্ত্রের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে । এখানে বিরোধী দল বা বিরোধী মতের কোনো মূল্য নেই এবং বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল তো নয়-ই , বরং বিরোধী দল বা বিরোধী মতকে নির্মূলের চিন্তা ভাবনা । শুধু নিজের মতের বা নিজের দলের মূল্য । যেটা মানবাধিকারের চরম লংঘন এবং মহাপাপ ।
এটা ঠিক , দেশে উন্নয়ন হয়েছে। কিন্তু একটা দেশে মাত্র একটি দলের স্বাধীনতা থাকলে , সেদেশে সাময়িক উন্নতি হবেই । যেটা চুরি করে দান করার মতো । ভোটের অধিকার হরণ করে উন্নয়ন করা মানুষের নিকটও মহা অপরাধ এবং মহান আল্লাহর নিকটও মহাপাপ । তাই এভাবে যতই উন্নয়ন করা হউক না কেনো , তা মহান আল্লাহর নিকট মহাপাপ এবং এই পাপের জন্য মানুষকে চিরজাহান্নামী হতে হবে ।
( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


