স্বৈরাচার হাসিনা না পালালে , বর্তমানে বিএনপির প্রচুর নেতা জেলে যেতো , আর ক্ষমতায় যাওয়া, সেটা স্বপ্নে দেখাও সম্ভব ছিলো না । অপরদিকে ছাত্র জনতাসহ সবাই মিলে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে । যে ছাত্র নেতাদের নেতৃত্বে এত বড়ো অসাধ্য সাধন হয়েছে , তারা আজ চরমভাবে অবহেলিত । এটা মোটেই কাম্য না।
বিএনপির এখন নির্বাচনের জন্য তর সইছে না । অথচ তাদের এখন জেলে থাকার কথা । আসলে বিএনপির কৃতজ্ঞতা বোধ নেই । বর্তমান সরকারের তিন বছর ক্ষমতায় থাকা উচিত , যাতে তারা দেশটাকে সঠিক রাস্তায় উঠিয়ে দিতে পারে । সেখানে দেড় বছর কোনো সময়ই না । বিএনপিকে বলবো আল্লাহর উপর ভরসা রাখুন এবং মানুষের মন জয় করুন এবং জোটের রাজনীতি করুন , ইনশাআল্লাহ সফল হবেন ।
ছাত্র সমন্বয়কদের বলবো , আপনাদের সামান্য ভুল হলে দেশে উগ্রবাদ বিদ্যুৎ বেগে বাড়তে থাকবে । ধর্মের দোহাই দিয়ে এরা সব মানুষের ব্রেন ওয়াশ করবে , ফলে পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে । সন্ত্রাসবাদের চাইতে স্বৈরাচার শেখ হাসিনা ট্রিলিয়ন গুণ ভালো । কারণ প্রকৃত ইসলামের নেতৃবৃন্দ রাষ্ট্র এবং ধর্ম একত্র করেন নাই । হযরত আঃ কাদের জিলানী রঃ , খাজা মঈনুদ্দিন চিশতি রঃ , নিজামুদ্দিন আউলিয়া , মুজাদ্দিদে আলফে সানী রঃ , ইমাম গাজ্জালী , মাওলানা রুমি , হযরত শাহজালাল রঃ সহ কেউই রাষ্ট্র এবং ধর্ম একত্র করেন নাই ।
ইমাম গাজ্জালী রঃ বলেছেন - মানুষের হৃদয় নষ্ট হয়ে গেছে , এখন মানুষ হেদায়েত হবে না । একথা গাজ্জালী প্রায় ১০০০ বছর পূর্বে বলে গেছেন। আর এখন মানুষের মনে হিংসা বিদ্বেষ অশ্লীলতা স্থায়ীভাবে গেঁথে গেছে । তাই মানুষকে জোর জবরদস্তি করে ইসলাম পালন করানো হারাম, বরং আধ্যাত্মিক লোকের সংস্পর্শে থেকে হৃদয়কে পবিত্র করতে হবে , কিন্তু অশ্লীলতা কোনোভাবেই দূর করা সম্ভব না । এই অশ্লীলতা সহই মানুষকে সততা নীতি আদর্শ ও সৎকাজ করাতে হবে । তবেই মানুষ ইহকাল এবং পরকাল মুক্তি পাইতে পারে ।
প্রিয় সমন্বয়ক , আপনারা উগ্রবাদীদের সাথে রাজনীতি করবেন না । আর অন্যান্য সব রাজনৈতিক দলের সাথে ঝামেলা মিটিয়ে ফেলুন । সবথেকে ভালো হতো , যদি আপনারা বিএনপিতে যোগ দিতেন । যাই হউক আপনাদের নিরাপত্তা সবার আগে । এজন্যই রাজনৈতিক সমঝোতা করুন । আপনারা নতুন করে ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন । আওয়ামিলীগ বরাবর ভোটের অধিকার হরণ করে থাকে , তবুও তাদের রাজনীতির প্রয়োজন আছে । আর বিএনপি , ধৈর্য্য ধরে ভোটের ও জোটের রাজনীতি করুন । উগ্রবাদীদের এড়িয়ে চলুন , তা না হলে ধ্বংস হয়ে যাবেন । মহান আল্লাহ এদেশের ভালো করুন ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



