এই দেশের মানুষের মধ্যে ইনসাফ নেই বলেই এই কথা বলে না অথবা বললে শুনতে চায় না।
রাজউক পানির দামে মানুষের জমি কিনে সমাজের সুবিধাভোগী মানুষের কাছে বিক্রি করেছে।
জমির প্রকৃত মালিক ভূমিহীন এবং বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব হয়ে গেছে।
সুবিধাভোগী মানুষটি রাজউক থেকে কম মূল্যে প্লট নিয়ে অনেক বেশি দামে প্লটটি বিক্রয় করে আরেক জায়গায় জমি কিনেছে।
অথবা ঐ প্লটে বাড়ি বানিয়ে কোটি কোটি টাকার মুনাফা করেছে।
মানুষের জমি,
রাজউকের হাত দিয়ে,
আইনের অপব্যবহার করে,
সুযোগ সন্ধানী
একদল মানুষ হাতিয়ে নিয়েছে।
এই জমি দিয়ে তারা টাকার মালিক হয়েছে।
১. মানুষের জমি কৌশলে আত্মসাৎ করার বুদ্ধি যাদের মাথায় এসেছে -- তাদের কোন ইনসাফ নাই
২. যারা আইনের আওতায় এই সব জমি অধিগ্রহণ করেছে -- তাদের কোন ইনসাফ নাই।
৩. যারা এই সব জমি কিনেছে -- তাদের কোন ইনসাফ নাই।
বেইনসাফী মানুষের জন্য রয়েছে নির্মম শাস্তি।
এই শাস্তি পৃথিবীতে এবং পরকালে অবশ্যই ভোগ করতে হবে।
অজুহাত এবং যুক্তি দিয়ে মনের সাথে প্রতারণা করা যাবে, কিন্তু পাপ স্খলন হবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




