যাক, অভিনন্দন বার্তা প্রেরণ কিন্তু দেশে অবস্থানরত নেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমাদের বিশাল মাপের যে সকল নেতাগণ চিকিৎসার নামে বিদেশে আয়েশী অবস্থানে রয়েছেন তারাও অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, লন্ডনে বসবাসরত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও মোদি’র ক্ষমতা গ্রহণের পরপরই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। আর তারেকের অভিনন্দন বার্তা পেয়ে নরেন্দ্র মোদিও নাকি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ভারত সফরের নিমন্ত্রণ জানিয়েছেন। খবরটি আদো সত্য কি না বা এর গুরুত্ব কতটুকু তা আমি জানি না। তবে এ খবর প্রকাশের পর বিএনপি’র ঝিমিয়ে পড়া ও হতাশাগ্রস্থ নেতাকর্মীগণ আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। আর এ যেন “দারগা ডেকেছেন চাচি, আমি কি আর মানুষ আছি’’। এছাড়াও ভাবটা এরকম যেন, আর চিন্তাই, “সামনে আসছে সুদিন, আমরাও হব ক্ষমতাসীন’’। ভাইয়ার নিজস্ব প্রকাশনা থেকে জানা যায়, মোদি দা তাকে ভারত সফরের নিমন্ত্রণ করেছেন। তেমনটি দাদার আশির্বাদেই ভাইয়া দেশে ফিরবেন। ক্ষমতায়ও বসবেন অথবা দাদা বসিয়ে দিবেন। কিন্তু বাধ সেজেছেন হেফাজতীরা। দারুণ ক্ষুব্ধ তারা। হেফাজতীদের জন্য কিনা করেছেন তারেক রহমান। ০৫ মে ২০১৩ তারিখে ঢাকার শাপলা চত্বরে হেফাজতীদের সমাবেশসহ তাদের সমস্ত খরচের অর্থ সংগ্রহের জন্য তারেক রহমান অসুস্থ শরীর নিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ ভ্রমণ করে অর্থ সংগ্রহ করেছিলেন। তারেকের পরামর্শে হেফাজতপ্রেমী তার মা সেদিনের সমাবেশে দেশবাসীকে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছিলেন। সেই ভাইয়াই কিনা আজ হেফাজতীদের ছেড়ে ত্রিশূলের দিকে দৌড়াচ্ছেন । হেফাজতীদের ভুলে গিয়ে তিনি অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন কট্টর হিন্দুত্ববাদী ও ইসলাম বিরোধী নেতা শ্রী নরেন্দ্র মোদিকে। এটাই কি রাজনীতি?
...............প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানার প্রয়োজনও নেই। দাদার নিমন্ত্রণে ভাইয়া যাবেন ভারতে। অতীতে ভাইয়ার নিমন্ত্রণে মনিশা কৈরালা আসতেন ঢাকায়। ভবিষ্যতেও হয়তো ভাইয়ার নিমন্ত্রণে দিপীকা পাড়ুকৌন আসবেন ঢাকায় এটাই স্বাভাবিক। তবে আমি দুশ্চিন্তায় আছি, ঘরের শত্রুই কি বিভীষণ হবে? এমনিতেই দেশব্যাপী অপহরণ, গুম, হত্যা আর রাজনৈতিক দলের নেতাকর্মীদের থ্রিলার দেখে আতংকে আছি। ভবিষ্যতে যখন বিএনপি বনাম হেফাজতীদের মধ্যে ভয়ংকর থ্রিলার আর সাসপেন্স শুরু হয়ে যাবে তখন আমরা কোথায় যাব? কে দেবে আমাদের নাগরিক জীবনের নিরাপত্তা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



