মরচে পড়া কলমে কালি ঝরে না অনবরত-
পুরনো হলদে কাগজ আলতো ছোঁয়াতেই টুকরো টুকরো।
স্তম্ভিত নাটকের নাটকীয়তা তবু এখানেই শেষ নয়-
এ কারণেই দিন আসছে, দিন যাচ্ছে।
প্রতিনিয়ত মস্তিষ্ক মন লড়াই করে যাচ্ছে।
প্রতি ক্ষণে সৃষ্টি হচ্ছে নিত্যনতুন ধ্বংসের .....
......................................
................................
এখানেই শেষ নয়-
তোমার আমার মহাকাব্য।
মনের অন্তরালে তুমি আছো, আমি আছি।
এ কারণেই অসীম তালে বেজে চলেছে
বেহালার করুণ সুর .....।।
........................................
..................................
শূণ্য কলমের পাশে দোয়াত রেখে,
ছত্রপত্র হাতে নিতেই মনে পড়লো-
নাটক শেষ নয়,
অশেষ দৃশ্যকল্পের সামান্যটুকু শুধু আজ স্তম্ভিত।।
............................
......................
...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




