একটু আগেই কিনা মেঘ ছুঁয়ে গেল,
একটু আগেই কিনা বেদনার কালো রঙ মন ছেয়ে গেল,
এই তো, এই একটু আগেই তুমি পড়লে মনে-
ভাসলো মন অশ্রুধারার বর্ষনে ।।
মনে পড়লো ... কেন?
অনেকদিন তুমি মনে ছিলে না, ভাবলাম হয়তো স্মৃতি হয়ে গেছো ...
রঞ্জনার সুর কানে ভেসে আসতেই মনে হয়-
অঞ্জনের বেলা বোস শুধু লিরিকে জন্মায় না।
শুধু সুরের মেলায় গুনগুনায় না ....
বুড়ো জেরেমিও এমনি এমনি পুরনো বেহালার কাছে ফিরে আসে না।
ঠিক তেমনি,
তুমিও এমনি এমনি মনে পড়োনি।
মনে আছে তোমার?
একসাথে বৃষ্টিস্নাত হবো বলেছিলাম !
হয়ে ওঠে নি ....
অতৃপ্ত আত্মার অসম্পূর্ণ ভালোবাসায় দগদগে ঘা হয়ে থাকা স্বপ্ন-
তাই বোধহয় তোমায় মনে পড়ায়, মনে পড়ায় ......... ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




