একমাত্র দরজাও কপাটবদ্ধ !
বিষকক্ষের দেয়ালে দেয়ালে
আদিম অসুরের নাচন ভাবিয়ে তোলে ...
স্বস্তির নি:শ্বাসের জানালা থাকলে মন্দ হতো না !
নিজহাতে শ্যুট করা সাদাকালো প্রতিচ্ছবির বোধোদয়,
একদিন অন্য কেউ দেখবে।
এখানে বসেই ফোল্ডারের পর ফোল্ডার ঘাটবে ...
কোণ বেয়ে একফোটা জলও হয়তোবা গড়াবে !
তখন যদি অবয়বটা বাস্তবিক থাকতো,
দৃশ্যপট ফ্রেমে আঁটতাম।
মরুময় মৃত্তিকায় বহুল আকাঙ্ক্ষিত বর্ষণের দৃশ্য !
ভীষণ অস্বস্তিতে ঘাড় নাড়াতেও কষ্ট হয় আজকাল।
দরজা খুললেই লিলুয়া বাতাস !
হয়তো শান্তি পেত মন .....
কিন্তু ভীষণ ভয় হয় !!!
কুড়ে কুড়ে ছিঁড়ে খাওয়া বাক্সবন্দী অনুভূতি মুক্তি পেলে,
মমি কক্ষের কফিন খুললেই,
ফ্রেমে আঁটা সাদাকালো প্রতিচ্ছবি হয়ে না যাই !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




