কিসের ভয় দেখাচ্ছো তুমি ?
কিসের ভয়ে ভীত করতে চাইছো বুকের আগুনকে ?
কি দিয়ে ?!
একগাদা কালা কানুন,
স্বেচ্ছাচারী সংবিধান !
পোশাকি সন্ত্রাসী,
নাকি লাশের স্তুপ ফেলে ?!
ব্যস !!!
???
ভাবলে তৈরী করবে এক অভেদ্য বাধ -
যা কিনা আবার প্রতিহত করবে রক্তের সুনামিকে ?
নাকি ভেবেছো সভ্যতা তৈরীর মুখোশে
হস্তগত করবে জনতার ভাণ্ডারকে ?!
তোমার ভাবনায় বড় ভুল ছিল,
প্রাচুর্যের মরীচিকায় তুমি আছো বিভোর!
ভেবেছো জনতা মশামাছির ন্যায় ...
অ্যারোসল, কয়েলের মতো টিয়ার গ্যাস, বুলেট বর্ষণ বা লাঠিপেটায় কুপোকাত করবে অদম্য রক্তধারাকে !!
কিন্তু ভুলে গেছো তুমি ইতিহাস !
ভুলে গেছো বারবার জ্বলে ওঠার অদম্য চেতনা ...
ভুলে গেছো সেই পরিচিত স্লোগান-
যা আজও প্রতিধ্বনিত হয় তোমার অত্যাচারী ইটের মিনারে ...
"আমরা আছি থাকবো,
যুগে যুগে লড়বো !"
ভুলে গেছো সেই খেটে খাওয়া মানুষের মৃত্যুর প্রতিচ্ছবি,
যা কর্ণকুহরে ধ্বনিত করে ...
"পাইপলাইনে রক্ত যাবে,
তেল গ্যাস যাবে না।"
ধ্বনিত করে,
"রক্ত দেবো জীবন দেবো,
তেল গ্যাস দেবো না ।।"
তুমি ভুলে গেলেও আমরা ভুলি নি ! জনতা আজ রাজসাক্ষী ...
তোমাকে দু:স্বপ্নের খাঁচায় বন্দী করতে ওই শোন স্লোগান,
একঝাঁক টোকাইয়ের দেশপ্রেমিকের বিরুদ্ধে তীব্র কষাঘাত,
"আমার মাটি আমার মা,
নাইজেরিয়া হবে না।
গ্যাস পাচার যেখানে,
লড়াই হবে সেখানে।
এই গ্যাস জনগণের,
এই গ্যাস দেবো না।
আমার দেশের তেল গ্যাস,
আমার দেশেই থাকবে।।"
শুনছো তুমি ? শুনছো ওই হিংস্রতার গর্জন ??!
কুণ্ডলী পাঁকাবে অচিরেই বিদ্রোহী দাবানল।
ছারখার করবে সুবিন্যস্ত ক্ষমতার গদি !
সাবধান বুর্জোয়া ! ওই শোন্ তোর মরণধ্বনি-
দ্রিমিকি দ্রিমিকি বেজে চলেছে কুড়িয়ে পাওয়া হৃদে . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




