হায়রে কপাল!আমাকে দিয়ে কিচ্ছু হবে না!আগামীকাল প্রাচ্যের অক্সফোর্ডে ভর্তি পরীক্ষা(যেখানে একবার আমি ব্যার্থ হয়ে দ্বিতীয়বারের মত চেষ্টা চালাচ্ছি) আর আজকে আমার মাথায় প্রেম বিষয়ক চিন্তা ঘুরপাক খাচ্ছে!!!যাই হোক কথাটা প্রকাশ না করলে পেটের মধ্যে গুড় গুড় করবে।আর পরীক্ষার আগে আমি এই গুড় গুড় করা মোটেও সহ্য করব না
আমিঃ দোস্ত প্রেম বিষয়ক তোর চিন্তাটা কি রকম?
বন্ধুঃ কি বলতে চাচ্ছিস একটু বুঝায় বল।
আমিঃ এই আজকের যুগের জান জান করা কেএফসি প্রেমিকদের বিষয়ে তোর মতামত।
বন্ধুঃ ও।দোস্ত আমরা সব ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি থেকে কম করে হলেও ১০০ বছর পিছায় আছি।আর কোন ক্ষেত্রে চেষ্টা না করলেও এই একটা ক্ষেত্রে আমরা এই ১০০ বছর গ্যাপটা পূরণ করার চেষ্টা করতেসি।যেহেতু সব কিছু ১০০ বছর পিছায় আসে কিন্তু প্রেম বিষয়টা পিছায় নাই তাই খিচুড়ী টাইপ অবস্থা হয়ে গেসে।
আমিঃ দোস্ত খুব ভাল বলেছিস আমারও একি ধারণা।জান জান করা আর কেএফসি খাওয়া যদি প্রেম হইতো তাইলে এই জিনিসটা মানুষের কাছে পান্তা ভাত হইয়া যাইত।প্রেমের প্রতি মানুষের এই দুর্নিবার আদম্য আকর্ষণ থাকতো না।
এবার নিজের কথা বলি।গতকাল রাত ১.০০ টায় আমি পড়াশুনা শেষ করে ঘুমানোর চেষ্টা করতিসি।হঠাত মনে হইল আসলে প্রেম জিনিসটা কি?সকালে আমার গবেষণার ফলাফল বা প্রেম বিষয়ে আমার নিজস্ব মতামত, “প্রেম হচ্ছে কারো প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করা।তার প্রতিটি কাজের প্রতি অদ্ভুত ভাল লাগা বোধ করা।প্রেম হচ্ছে কারো জন্য ব্যাখ্যাতীত কাজ করা কিন্তু শেষ পর্যন্ত সেই কাজের কোন অর্থ খুঁজে না পাওয়া।নিজের সমস্ত কিছু দিয়ে কারো প্রতি বিশ্বাস স্থাপন করা।আর সব থেকে বড় কথা প্রেম হচ্ছে কারো অস্তিত্ব সবসময়ের জন্য অনুভব করা।“
সব কথার এক কথা হচ্ছে সারাদিন মুঠোফোনে জান জান করা আর সকাল বিকাল কেএফসি তে খাওয়া দাওয়া করে যদি কারো অস্তিত্ব বজায় রাখা হয় তাহলে সেটা প্রেম না সেটা হচ্ছে মোহ।
সকল আধুনিক প্রেমি ভাই ও বোনেদের প্রতি আমি ক্ষমা প্রার্থনা করে তাদের প্রতি লেখা উৎসর্গ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


