অদৃশ্যে চেয়ে থাকি, একা;
মনঘরে মন পোঁড়ে
নিঃস্বতার চাদরমুড়ে।
আমাদের সামান্যকিছু
খুঁনসুঁটি গান বাঁধে কালের গহ্বরে
কবেকার লেখাজোকা জীবনের পাপ।
মায়াপথে শ্রান্তশ্রমে হয়রানী নিঃশ্বাসে টানে
বুকের হাঁপড়; তৃষ্ণাকাতর স্বরে
কে ডাকে আবার অতীতের ছায়ায়
আমিতো পথভোলা; ফেরারি পথিক।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




