ইহা কতটা সরল বা গরল অংক তাহা মনে হয় একমাত্র আল্লাহ্ তায়ালা-ই জানেন; এই কথাটা দিয়ে আমার পোষ্ট লিখা শুরু করলাম কারন আমার ইদানীং কেন জানি মনে হয় এই সব ইহুদি ষড়যন্ত্র বুঝার মত সামান্যতম স্বদিচ্ছা আমাদের মুসলমানদের মধ্যে নেই। মহান আল্লাহ্ তায়লা তার রাসুল মুহাম্মাদ (সাঃ) এর উম্মত হিসেবে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, তাই আমি মনে করি অন্যান্য নবীর উম্মতদের তুলনায় আমরা বেশী জ্ঞেয়ানী হব এইটাই স্বাভাবিক। কিন্তু এই ঘটনার পর আমার মনে এখন বারবার একটি প্রশ্নের উদয় হচ্ছে? তবে কি আমার ধারনা ভুল? আল্লাহ্ তায়লা কি আমাদের এতটাই অবুঝ করে দিয়েছেন যে আজ আমাদের এই মুসলিম সম্প্রদায়ের বিশাল একটি বড় অংশ জ্ঞেয়ান শুন্য বোকার মত কাজ করে যাচ্ছে; খুব কষ্ট হয় যখন এসব দেখি । আমার কেন জানি মনে হয় এই ধরনের মানুষদের ক্ষেপানো খুবই সহজ এবং আজ এই পরিস্থিতিতে এদের হাতিয়ার হিসেবে ব্যাবহার করাটা-ও অতি সহজ একটি ব্যপার হয়ে দাঁড়িয়েছে। "ওসামা বিন লাদেন" কে মার্কিনিরা সৃষ্টি করেছিল আফাগানিস্তান থেকে রাশিয়া/সোভিয়াত ইউনিয়ন-কে আলাদা করার জন্য। এক সময় সাদ্দাম হোসেন ছিল আমেরিকার অন্যতম মিত্র। আর এই গাদ্দাফিকে উৎখাত করছে আয়মান আল জাওয়াহিরির অনুসারীরা এবং তা করেছে এই মার্কিনিদের সহায়তায়। অতএব স্বাভাবিক ভাবেই এইটা তখনই নিশ্চিত ছিলো যে এদের কার্যকলাপ আমেরিকাকে সরাসরি উত্তর আফ্রিকায় ঢুকার সুযোগ করে দিবে। তাই আজ একটা ব্যপার খুব-ই পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে, আমরা মুসলিম সম্প্রদায় যতক্ষন পর্যন্ত এদের ষড়যন্ত্র গুলোকে সংযত আচরণ এবং বুদ্ধিমত্তার সাথে প্রতিহত না করতে শিখব ততদিন এরা এভাবেই আমাদের ভুল গুলোকে আমাদের-ই বিরুদ্ধে ব্যাবহার করতে থাকবে।
Muhammad Movie Trailer
Innocence of Muslims Trailer "Egypt Protest Movie"
আল্লাহ্ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং কাফের, ইয়াহুদীদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



