এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্যে বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (সূক্ষ ও স্থুল কারচুপি করছি এইডা কমু ক্য???)
গণভবনে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে ফলাফল জেনে তিনি বলেন, “এই দায় তাদের (পরীক্ষার্থীদের) নয়, এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের। আমি জানতে চাই, তারা এতে কী পেল?” (সব কিছুতেই রাজনীতি না করলে কি চলে, সামনে ভোট আইতাছে এই সুযগে পুলাপান গুলারে ফেল করায় যদি অভিভাবকদের ক্ষেপায় দেওয়া যায় তাইলে অন্তত বাক্সে কিছু ভোট পড়ব; কি কও নাহিদ মিয়া???)
***********************
ফাইজলামির একটা সীমা থাকা উচিৎ কিন্তু এক্ষেত্রে তিনি অতীতের সকল ফাইলামির সীমা অতিক্রম করার মাধ্যমে আবারো প্রমান করলেন দেশের জনগন আস্তা ভোদাই। সেই সাথে উদীয়মান মেধাগুলো যে ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থার অত্যাচারের শিকার এই কথাটাও মুখ খুইল্লা কওয়ার মতন অবস্থা পুলাপাইন গুলার নাই। কারন আন্দোলন করার মতন শক্তি বা সামর্থ এই গুলার এখনো হয় নাই। আর আন্দোলন করতে গিয়া যদি ফুটেজে চইল্লা আসে তাইলে তো কোনো কথাই নাই, তখন আবার ফুটেজ দেইক্ষা-দেইক্ষা সকল পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির অযোগ্য ঘোষণা আসতে পারে।
এ+ পাওয়ার দাবীদার ছাত্র-ছাত্রীগুলা সব ৪.৫ পাইতেই নাকি টানাটানি লাগায় দিসে এমন রেজাল্ট করছে। আর যেগুলা ফেল মারার কথা না সেগুলা ফেল মারছে নাকি মারাইছে???
যা যা আন্দোলন কর, এই দেশে আন্দোলন ছাড়া কেউ কিছুই পায় নাই। স্বাধীনতাটা পর্যন্ত আন্দোলন কইরা আনতে হইছে আর এইটা তো তোদের পরীক্ষার রেজাল্ট। তোরা তো ছোট মানুষ কিন্তু রাজনীতির সবচেয়ে বড় নোংড়া খেলাটা কিন্তু তোদের নিয়াই হইল। আরো কত কি যে দেখতে হইবে আল্লাহই জানেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



