
গেমার ভাইরা আপনারা আমার কান দুইটাকে দয়া করে একটু বাঁচান। গত ৭ দিন ধরে আমার ভাতিজা আমার কানের কাছে পেন-পেন শুরু করসে "গেমস ঢুকায় দাও"। আমি তো রীতিমত অতিষ্ঠ হয়ে গেলাম ওর জ্বালায়।
অতিরিক্ত পাকনামি করতে যেয়ে ফরমেট করার মাধ্যমে সব গেমস ডিলিট করে এখন কান্না-কাটি শুরু করসে। তাই আপনাদের শরণাপন্ন হইতে বাধ্য হইলাম।
অনেক খুজেছি কিন্তু এর ভিতরে কি ফরমেটের গেমস সাপর্ট করে তাই খুজে বের করতে পারি নাই।
বিশেষ দ্রষ্টব্যঃ এই জিনিষ চায়নার তৈরী ডুব্লিকেট (২নাম্বার) পিএসপি নামে পরিচিত।
প্লিজ কেউ আমাকে একটু হেল্প করেন। কারো কাসে যদি এই গেমস কন্ট্রলটির সাপর্টেড গেমস থেকে থাকে তবে একটু শেয়ার দিয়ে হেল্প করেন প্লিজ। অথবা যদি কোথাও থেকে ডাউনলোড করার অপশন থেকে থাকে তবে লিঙ্ক দিয়ে একটু সাহায্য করেন।
সবাই কে ঈদের শুভেচ্ছা, আর সাহায্যকারীকে অগাম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



