জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্য যাকে আকর্ষণীয় করেছে। কিন্তু আমার প্রাণ প্রিয় এ বিদ্যাপিঠ আজ রক্তচোষা হায়েনার হাতে পড়েছে। যে হায়না সবকিছুর বিনিময়ে নিজের ক্ষমতা নিশ্চিত করতে চায়। যে একছাত্রকে আপরের উপর হামলার নির্দেশ দেয়। শুনলে অবাক হবেন যে বর্তমান ভিসি ছাত্রলীগকে প্রতিদিন ২০০০০ করে টাকা দিচ্ছে সাংস্কৃতিক কর্মী ও সাধারণ ছাত্রদের উপর হামলা করার জন্য।
২০০৫ থেকে ২০১০ পর্যন্ত যখন ক্যাম্পাসে যাতায়াত করতাম তখন অনেকের কু কির্তির কথা শুনেছি ও দেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসির আসনে বসেও যে কেউ এই কেলেঙ্কারী ঘটাতে পারে তা কখনো কল্পনা করিনি যেটা বর্তমান ভিসি করেছেন।
ভিসির আসনে বসে তিনি ক্যাডারের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। এই ভিসির বিরুদ্ধে আজ সাবেক বর্তমান সকল শিক্ষার্থীই ঐক্যবদ্ধ হয়েছেন। আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছে ভিসির পদত্যাগের জন্য। তা না হলে আমরণ অনশনে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থী সমাজ। ভাবছি আমরাও যাব। আমার প্রিয় ক্যাম্পস হায়েনার দ্বারা শাষিত হোক তা আমি সহ্য করতে পারব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




