গতকাল প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাওয়া পয়েন্টে পদ্মা সেতু কাজের উদ্বোধন করেছেন। সেল্ফী বাবু খ্যাত আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেই খবর নিয়ে তার ভেরিফাই পেজে পদ্মা সেতুর ডামি সহ একটি পোষ্ট দিয়েছেন।
সেতুর ছবি সহ পোষ্টের স্কিনশট
খুবই আকর্ষণীয় পদ্মা ব্রিজের যে ছবিটা তিনি দিলেন এটা আসলে জাপানের একটি বাস্তব সমুদ্র টানেল ব্রিজের ছবি। গুগুলের যুগে জাপানি ব্রিজ আর জাপানি ইনু সবই চোখের নিমিষে পাওয়া সম্ভব। আইসিটি মন্ত্রী হয়ে এমন একটি ফাতরামি উনি কিভাবে করলেন মাথায় খেলাতে পারছিনা। কেউ দেখতে চাইলে গুগুলের ইমেজ সার্চ দিলেই আসল জিনিসটা পেয়ে যাবেন।
গুগুলে কিভাবে খুঁজে পাবেন হাতে কলমে দেখানো হলো।
মন্ত্রী মহদাশয় জাপানের Tokyo Bay Aqua line ব্রিজকে আমজনতাকে কেন পদ্মা সেতু বলে খাওয়াতে চাইলেন আল্লাহ্ মালুম! নাকি টোকিও বে ব্রিজের নকশা চুরি করে পদ্মা সেতুর নকশা বাবদ বরাদ্দকৃত ১৪০ কোটি টাকা লুটপাট করে খেয়ে নেওয়া হয়েছে?
নিচে আসল ব্রিজটির ভিডিও লিংক দেওয়া হলো।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭