আপডেটঃ ১৭/১২/২০১৩
আজকে পর্যন্ত ব্লগারদের থেকে প্রাপ্ত সংগ্রহীত অর্থঃ ১৫,৫০০/- (পনের হাজার পাঁচ শত টাকা মাত্র
আপডেটঃ ৬/১২/২০১৩
আজকে পর্যন্ত ব্লগারদের থেকে প্রাপ্ত সংগ্রহীত অর্থঃ ১৩০০০/- (তের হাজার টাকা মাত্র
শীত ও শীতার্ত মানুষের দুর্ভোগ যেন একই সূত্রে গাঁথা। একটু উষ্ণতার জন্য অসহায় মানুষগুলোর যুদ্ধ। যে সময়টাতে আমরা লেপ বা কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে সুখের স্বপ্ন দেখি, ঘুম থেকে জেগে উঠেই গরম ভাপা পিঠায় জীবনে বেঁচে থাকার আনন্দ উপভোগ করি ঠিক সেই সময়ে শীতের কষ্টে ঝরে যায় বহুপ্রাণ। অথচ আমাদের একটু সাহায্য তারা শীতকে জয় করতে পারে অনায়াসে। একটি শীতার্ত শিশুর মুখে এনে দিতে পারে নির্মল হাসি। একটি হাসির জন্য আমাদের যে খুব বেশি কিছু করতে হবে কিংবা এভারেস্ট জয় করতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের সামান্য কিছু সাহায্যই পারে শীতকে জয় করতে। একটু উষ্ণতার পরশ এনে দিতে পারে, বাঁচাতে পারে বহু মানুষের জীবন।
সামহোয়্যার ইন ব্লগের ব্লগাররা সবসময় এই মানবিক কাজের জন্য নিবেদিত প্রাণ হিসেবেই তাদের স্বাক্ষর রেখে এসেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা সামহোয়্যার ইন ব্লগের ব্লগাররা প্রানের দাবি নিয়ে এসেছি। প্রাথমিকভাবে আমরা নীলফামারী জেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবা ডাঙ্গা গ্রামের ২০০টি অসহায় পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছি। যে যা পারি একটি কম্বল, সোয়েটার অথবা চাদর আর সাধ্যমত টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসব এটাই আমাদের মানবতার জন্য আবদার। যারা পুরাতন বস্ত্র দিতে চান তারা অবশ্যই দেখে দিবেন কাপড়টি যেন ছেড়া-ফাটা না হয় এবং পরিষ্কার থাকে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে শীতকে জয় করতে। তাই সকলের কাছে অনুরোধ করব অনুগ্রহ করে আমাদের এই কার্যক্রমকে সফল করতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের জন্য অপেক্ষার প্রহর গুনছে আমাদেরই দেশের শীতের সাথে বেঁচে থাকায় যুদ্ধরত আপনজন। হয়ত রক্তের সাথে সম্পর্ক যুক্ত নন তারা কিন্তু তাদের জন্যই আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশী বলে গর্ববোধ করি। পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে বলতে পারি ধনে ধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা........ এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছি আমাদের স্বাধীনতা........ সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়......... তাই আসুন বিজয়ের এই মাসে সকলে মিলে শীতকে জয় করতে এগিয়ে আসি, বাড়িয়ে দেই আমাদের সাহায্যের হাত।
স্থানঃ
জেলা: নীলফামারী, উপজেলা: নীলফামারী, ইউনিয়ন: গোড়-গ্রাম, পোষ্ট অফিস: ভবানিগঞ্জ, গ্রাম: ধোবা ডাঙ্গা।
আমরা ২৭ শে ডিসেম্বর শীত বস্ত্র বিতরন করব ধোবা ডাঙ্গা হাই স্কুল মাঠে। তাই সকলকে ২৪ শে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে টাকা বা শীত বস্ত্র পৌছে দেবার অনুরোধ করছি।
সহযোগীতায়ঃ
হালিমা-ফারুক ফাউন্ডেশন
জেলা: নীলফামারী উপজেলা: নীলফামারী ইউনিয়ন: গোড়-গ্রাম পোষ্ট অফিস: ভবানিগঞ্জ
=========================================
বিকাশ একাউন্ট নাম্বারঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪
ব্যাংক একাউন্ট নাম্বারঃ
Mahadi Arjan Evan
0024-0315000130
Jamuna Bank Ltd.
Motijheel Branch
পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:
Bangladesh Disaster Aid and Rehabilitation
E-mail : [email protected]
বি: দ্র: Bangladesh Disaster Aid and Rehabilitation কানাডা সরকারের কাছ থেকে অ-লাভ জনক (Non-Profit) প্রতিষ্ঠান হিসাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত ও কানাডার রাজস্ব বিভাগের কাছে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে দায়বদ্ধ।
এই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ হলো বাংলাদেশের সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রবাসী বাংলাদেশি মানুষদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে তা দেশের দুর্গত মানুষদের মাঝে পাঠানোর ব্যবস্হা করা।
===========================================
আমাদের ফেসবুক ইভেন্টঃ
https://www.facebook.com/events/435203463246757
সমন্বয়কারীঃ
মোস্তফা কামাল পলাশ
কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১
একজন আরমানঃ ০১৯১৮ ০৫ ০৫ ৮০
স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯
স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪
খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩
এলাকা ভিত্তিক যোগাযোগের জন্যঃ
কাণ্ডারি অথর্বঃ ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১ (মতিঝিল, পল্টন,)
ব্যাক পকেটের চিঠিঃ ০১৭৩৮ ১৪ ৫৪ ৫৬ ( রংপুর )
আড়িয়াল খাঃ ০১৭৫১ ১১ ৩৬ ৮৩ ( খুলনা )
রায়ান ঋদ্ধঃ ০১৭৪০ ৪৮ ৫৩ ৯৩ (দিনাজপুর)
মৈত্রীঃ ০১৬৭৭ ৮৩ ৮৩ ৫৫ ( লালমাটিয়া আর মোহাম্মাদপুর )
স্বপ্নবাজ অভিঃ ০১৬৮০ ০৬ ৫১ ৫৯ ( ধানমন্ডি, ঢাকা ইউনিভার্সিটি )
খাটাসঃ ০১৭৮২ ৮৮ ৩৭ ৩৩ ( বারিধারা, বসুন্ধরা, খিলখেত, নিকুঞ্জ , বাড্ডা )
স্নিগ্ধ শোভনঃ ০১৬৭০ ২৩ ১৪ ৩৪ ( মিরপুর )
এই সংক্রান্ত পূর্বের লিঙ্কঃ
সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমঃ ২০১৩
হিসাবের বিবরণের লিঙ্কঃ
হিসাবের বিবরণঃ- সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম-২০১৩
সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের এই সংক্রান্ত আরো কিছু উদ্যোগের লিঙ্কঃ
শীতার্তদের পাশে ‘সমানুপাতিক’: সহ ব্লগারদের প্রতি এগিয়ে আসার আহ্বান
আসুন, সম্মিলিতভাবে শীতার্তদের পাশে দাঁড়াই :: শীতবস্ত্র বিতরণ কার্যক্রম
সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩
সামহোয়্যারইন ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩
ব্যানার ডিজাইনঃ বাবুরাম সাপুড়ে (ডিজাইনের এর আরো কাজ চলছে)
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮