আশ্রয়হীন ও অভুক্তের চুরি
এটা কি অপরাধ তাদের লাগি
মানবতা বিস্মরি আদালতের রায়
কেবলি কি শুধু আইনের লাগি
ক্ষুধার্থের তরে রায় হোক এ যে
ক্ষুধাপিড়ীত কোটি মানুয়ের দাবী।
মানব সভ্যতার ইতিহাসে
হতে পারে এটা মাইলফলক
আদালতের রায় যদি যায়
আশ্রয় হীন ক্ষুধার্থের পরে ।
বিষয়টি সামান্য হলেও এতে
থাকতে পারে অসামান্য
ব্যঞ্জনা ও দ্যোতি ।
স্মরণে আসে
২০১১ সালের ঘটনাটি
ইউক্রেন বংশোদ্ভূত
রোমান অস্ত্রিয়াকভ
ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে
ইতালির জেনোয়ার
সুপার মার্কেটে
পকেটে পুরেছিল
দু’টুকরো পনির ও রুটি
পয়সা তত ছিলনা পকেটে
যা দিয়ে শোধতে পারে দায়
তাই পনির বাদে শুধু
রুটির দামটা সে মিটায় আর
পনিরটা লুকায় জুব্বার গায় ।
কেনা কাটায় আসা
বেরসিক এক বেটা
দেখে ফেলায় বাধায় গোল
জানান দিয়ে দেয় সে
দোকানীর মুল ।
পকেটস্থ পণ্য
তেমন ছিলনা দামী
জানা যায় ছিল তা
প্রায় ৫ ডলার সমমানি
এ যে গুরতর অপরাধ
আটক রোমানকে তাই
পুলিশ নিয়ে যায় টানি ।
ঘটনা গড়ায় কোর্টে
২০১৫ সালে নীচু আদালত
রায় দিয়ে তাকে বলে
ছয় মাসের জেল তার
সাথে ১০০ ইউরো জরিমানা।
এ রায়ে হয় বেশ তুলপার
অতঃপর সরকারী কৌঁসুলি
রোমানের সাজা কমানোর অভিলাশে
করেন আপীল সুপ্রীমকোর্টে
বলা হয় রোমান করেনি চুরি,
শুধু করেছিল চেষ্টা মাত্র।
তাছাড়া করলেও চুরি
বাইরেতো যায়নি নিয়ে
শুনানি শেষে বড় আদালত
করে দেয় বাতিল
নীচু আদালতের রায়খানি ।
বিজ্ঞ বড় আদালত
অকুণ্ঠ চিত্তে বলে দেয়
রোমান করেছিল চুরি
শুধুই বাঁচার লাগি
ছিলনা মাথা গোজার ঠাই
জ্বালা ও যন্ত্রণায় ভুগে
করেছে যা সে
সাজাতুল্য অপরাধ
হতে পারেনা তা সে।
সভ্যতার ইতিহাস ও
আজকের মানবতার
এ অগ্রগতি
আসলেই সংগ্রামের
আলোকে বিরচিত
অজস্র ও অগণিত
মানুষের ত্যাগ-তিতিক্ষা-
জঠর জ্বালা যন্ত্রণা
ও ঘর্মাক্ত বন্ধুর
পথ বেয়ে চলার
পরিনতি ।
কালের আবর্তে
ক্ষুধার্থ মানুষের
এই সংগ্রামী পথচলা
একবিংশ শতাব্দীতে
এসেও হয়নি শেষ
আদৌ কোন দিন
শেষ হবে কিনা
কেই বা তা জানে ।
ইউক্রেনের দুর্ভাগ্যতাড়িত
রোমান অস্ত্রিয়াকভ তারই
একটি ক্ষুদ্র নমুনা মাত্র
যে ছিল আশ্রয়হীন ও ক্ষুধার্ত ।
জীবন-জীবিকার অনিবার্য
তাগিদে দিয়েছিল
বিদেশ বিভুঁইয়ে পারি
নিরুদ্দেশের পথে
পা রাড়ালেও
জঠর জ্বালা তার
ছাড়েনি পিছু
নিতান্তই বাধ্য হয়ে
বাচার প্রাণান্তকর তাগিদে
সামান্য রুটি ও পনির
করে ছিল সে চুরি ।
আইনের চোখে তাই
তার এই চৌর্যকর্ম ছিল
সাজাতুল্য অপরাধ
মানব বিরচিত
পেনাল কোডেও
সে রকমই লিখা।
তবে বিশ্বের সর্বোচ্চ আদালত
সে যে মানুষের বিবেক, যা
শুধুই মস্তিষ্ক নয়, বরং
হৃদয় দিয়েও পরিচালিত ।
বিজ্ঞ বিচারকগন
করেছিল হৃদয়ঙ্গম ,
নিরাশ্রয় হতভাগ্য রোমান
অস্ত্রিয়াকভ চুরি করেছিল
নিতান্তই বেঁচে থাকার লাগি
আর এটি তাই
অপরাধের পর্যায় বলে
হতে পারেনা গণ্য,
প্রচলিত পেনাল
কোডের বাইরে
এ রায় হয়ে উঠে তাই
মানুষের মেধা ও
সৃজনশীলতার
অপরূপ প্রকাশ
এটাই মানবতা ও
মানবাত্মার চূড়ান্ত
বিজয় বলে পায় স্বিকৃতি ।
মানুষের সভ্যতার
ক্রমবিকাশের ধারা
করেছে ঘোষণা আজ
ক্ষুধার্তকে অন্ন দাও,
আশ্রয়হীনকে আশ্রয়
আর তৃষ্ণার্তকে জল
বিশ্বায়নের প্রেক্ষাপটে
এ ঘোষণাই আজ
সময়ের দাবী ।
তথাকথিত উন্নয়ন
গনতন্ত্র সভ্যতা সৃষ্ট যুদ্ধ
বিগ্রহ-সংঘাত-সংঘর্ষে
দুনিয়া আজ টালমাটাল
সিরিয়া-ইরাক-লিবিয়া হতে
লাখ লাখ শরণার্থীর ঢল
সাগরের বুক চিরে
কাগজের নৌকার মত
ঠোংগা ও ভেলায় চেপে
মরণকে হাতে নিয়ে
স্নেহের ধন মৃত
আহলানদেরকে
সাগর বেলার বালুর
পরে উবোদকরে
ফেলে রেখে রেখে
আশ্রয়হীণ অভুক্ত
শরনার্থী মানসে
উদভ্রান্তের মত লুটায়
ইউরোপ-আমেরিকার
দুর্গম পথে প্রান্তরে ।
বিপর্যস্ত পৃথিবীর
আশ্রয়হীন অভুক্তদের
প্রতি আচরণ
কি রকম হবে
ইতালীর বড় আদালত
চোখে আঙ্গুল তুলে
দেখিয়ে দিল তা সবে ।