
আগের পর্ব ছবি ব্লগ – রবি ঠাকুরের কুঠিবাড়িতে একদিন (পর্ব -০১) ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির স্থাপত্য, আসবাবপত্র ইত্যাদি নিয়ে। আজকের পর্বে থাকছে রবি ঠাকুর এবং তাঁর পরিবারের বিভিন্ন সময়কার ছবি, কবির হস্তলিপি, চিঠি এবং চিত্রাংকন।
কবির বিভিন্ন বয়সের ছবি

কবিপত্নী মৃনালিনী দেবী

জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতা এবং জ্যেষ্ঠ পুত্র রথিন্দ্রনাথের সাথে ১৮৮৯ সালে তোলা ছবি

বাল্মিকি প্রতিভা গীতনাট্যে বাল্মিকি চরিত্রে কবি, পরের ছবিতে সাথে ইন্দিরা দেবী


কুঠিবাড়িতে রবি ঠাকুরের মধ্যাহ্নভোজ

কবিপত্নী মৃনালিনী দেবীর সাথে কন্যা মাধুরীলতা, রেনুকা এবং মীরা

শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর

প্রজাদের সাথে জমিদার রবীন্দ্রনাথ

ধ্যানরত রবি

ময়মনসিংহের বিদ্যাময়ী স্কুলে ১৯২৬ সালে কবি

দার্জিলিং এ রবি

১৯২০ সালে গুজরাটে ৬ষ্ঠ সাহিত্য সম্মেলনে মহাত্মা গান্ধীর সাথে কবি

রবি ঠাকুরের নোবেল প্রাপ্তির প্রশংসাপত্র এবং পদকের আলোকচিত্র

স্মৃতিবিজড়িত পদ্মাবোট

২৫ জুলাই ১৯৪১ এ তোলা এই ছবিটি কবির সর্বশেষ ছবি। কলকাতায় অপারেশনে যাবার পূর্বে তোলা হয় ছবিটি

কবির লেখা একটি ইংরেজি চিঠি

গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপির প্রতিলিপি

কবির বাংলা হস্তলিপি



কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে কবিগুরুর একটি পত্র

লেখার মাঝেই ভুল সংশোধন করতে কাটাকুটি করতেন কবি। কাটাকুটি চলত যতক্ষণ না সেখানে কোন রূপ প্রকাশ পেত



কবিগুরুর চিত্র প্রতিভা



কবির আত্মপ্রতিকৃতি


১৯১২ সালে রদেন স্তেইনের আঁকা কবির পোর্টেট

পরের পোস্টে হাজির হব কুষ্টিয়ার আরও দুটি দর্শনীয় স্থান লালন শাহের মাজার এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মভিটা নিয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




