কে তোলে মাতৃভূমিকে ঠেলে -
ঐ প্রিজনভ্যানে? এ কার হাত?
পুলিশের হাত বুকে নারীর!
খোলা আকাশে, দিনের আলোয়
স্বদেশের এই চিত্র বাঁধা হলো
আমার স্মৃতির ক্যামেরায়!
এখন আর রাখঢাক নাই -
চুক্তি হয় খোলামেলা, বন্ধুত্বের আবদারে!
কালোর্ত্তীর্ণ মাতুব্বরের পয়গাম আসে
যেমন করে অনূঢ়া রূপসীর কাছে!
এখন আর কোন লজ্জা নাই!
দোহনের হাত সোজা চলে যায়
নারীর স্তনমূলে, ঠেলে তোলে
তাকে প্রিজনভ্যানে, এই আমার মা!
আমার মাতৃভূমি আজকাল!
পুলিশের হাত বুকে তোলা নারী!
ওখানে, ঐ প্রিজনভ্যানে দাঁড়িয়ে দাও
তব পদতলের পুণ্যধূলি লেপে মোর কপালে
তা আসন্ন সজনাফুলের রেণুসম হোক চিরভাস্বর।
কি দেব তোমায় যুবতী নারী?
জানি, যুবকদের ঘুম গেছে আজ স্বপ্নাচারে!
কি আমি তোমায় দিতে পারি!
আমার কবিতাটি নাও প্রিজনভ্যানে পড়িবারে।
একটি কালো টিপ -
আমি দিলাম তোমায়!
বিচারপতির পুণ্যির কালোদাগ কেটে তুলে
তা যেখানে মানায় -
প্রিজনভ্যানে আমার মাতৃভূমির কপালে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




