ক্লান্তি কেন তার কন্ঠকে জড়ায়
প্রগলভ নারী হঠাৎ চুপসে যায়
কি কিছু হয় না? কি হয় যা -
উষ্ণ হৃদয়কে করে দেয় শীতল
হৃদয় কি কোন অশান্ত হাওয়া
আবহাওয়াবিদের বোধের অতীত
বৃষ্টি চাইলে কড়া রোদের তাপ
প্রেম আনে কালো মেঘের ছায়া
আমি একা নই, এই নিসর্গ ভরা
দ্বৈত সত্তায় সবাই পড়েছি ধরা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




