কে যেন কবে বলেছিল –
বাংলাদেশ ‘একটা তলাবিহীন ঝুড়ি’
এখন তো তাকে মনে হয় ভাই
এক ‘পাগলা সূতাকাটা ঘুড়ি’!
তলাটা না থাকলেও তখন -
ঝুড়িটা ভাই ছিল মোদের সাথে,
এখন তো বড় ভয় হয় মনে
ঘুড়িটা না পড়বে অন্যের হাতে।
নাটাই ধরে ‘ঘুড়িঅলা’
নাড়ছে ভুয়া নাটাই -
মোদের ঘুড়ি যাবে নাটাইও যাবে
যদি না মগজ খাটাই।।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




