যদি কেউ প্রশ্ন করে পৃথিবীতে সবচেয়ে আযব সৃষ্ট কী।আমি বলব মানুষ।আসলে মানুষ-ই হল পৃথবিীর সবচেয়ে আর্শ্চয জনক সৃষ্ট।তার যেন রুপরে শষে নেই।এক কথায় বহুরুপী।হাজারো ইচ্ছা ,আশা ,আকাঙ্খা,কামনা-বাসনা আরও যে কত কী।
জন্মের পর অসহায় শিশুটি ক্রমে বড় হয় ।শৈশব কৈশর যৌবন পেরিয়ে চলে যায় বার্ধক্যে।এক সময় সৃষ্টি জগতের অন্যান্য প্রাণীর মত তার জীবনৌ চলে আসে অন্তিম মুহুর্ত।এ দীর্ঘ সময়ে তার মাঝে কত রকম বিচিত্রতা ই না দেখা যায়।যে মানব সন্তানটি শিশু ও বৃদ্ধ উভয় অবস্থায় থাকে একান্ত অসহায় অথচ তার যৌবন কালে সে সব কিছু কে কওে তুচ্ছ জ্ঞান।
যে মা রক্ত নিঙরানো অমীয় ধারা পান করেিয়,ঠান্ডা-গরম সহ আরও কত বিপদ থেকে নিজের জীবন বিপন্ন করে বড় করেন যে শিশুটিকে;মায়ের এ কষ্টের কথা কী মনে থাকে মানবনামের এ আজব প্রানীটির?
পরিবারের অন্যান্য সদস্য এমন কী প্রতিবেশী যারা তার বেড়ে উঠার সঙ্গী তাদের কথাো কী মনে রাখে এ প্রাণীটি?
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




