দৃশ্য-১। ১ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ এফ রহমান হলে সরকার দলীয় প্রবল প্রতাপান্নিত!!?? ছাত্র সংগঠণ ছাত্র লীগের হাতে খুন হল মেধাবী ছাত্র আবু বকর। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না।তার পরিবারের ো কোন রাজৈনতিক অবস্থান নেই।
সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী এটাকে বললেন স্বাভাবিক ো বিচ্ছিন্ন ঘটনা।
দৃশ্য-২। ৮ ফেব্রুয়ারী শিবিরের ঘাঁটি বলে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রহস্যজনক ভাবে খুন হয় ছাত্রলীগ কর্মী ফারুক।
সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী এবার বললেন ছাত্র লীগের কর্মী খুনেরদায় চাপালেন শিবিরের ঘাড়ে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হেলিকপ্টার ভ্রমন! করলেন ?? নেতৃত্ব দিলেন রাবি থেকে শিবির উৎখাতে।সারা দেশে চালালেন শিবিরের বিরুদ্ধ চিরুনী অভিযান।
দৃশ্য-৩। ছাত্র লীগের কর্মী নাসিম কে ছাঁদ থেকে ফেলে দিয়ে হত্যা করল তারই দলের নেতেরা।
এবার চিরুনী অভিযান চালিয়ে ক্লান্ত?? স্বরাষ্ট্র মন্ত্রী আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুখে কুলুপ এঁটে বসে আছেন।
হায় আবু বকর!!! হায় ণাসিম!!!
তোমাদের মায়েদের চোখের পানি শুকিয়ে যায় তবু োদের অন্তরে বিন্দমাত্র অনভূতি তৈরি হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




