সরকার বিরোধী দলের শান্তিপূর্ন কর্মসূচীতে বাধা দিয়ে নিজেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সহিংসতা কখনো আন্দোলনের/ দাবী আদায়ের ভাষা হতে পারে না। বিরোধী দলের আন্দোলন রাজনৈিতক ভাবে মোকাবেলা না করে দমন-পীড়ন গনতন্ত্রের ভাষা হতে পারে না। গনতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলা নাৎসিবাদ আর ফ্যাসীবাদের কথাই মনে করিয়ে দেয়। রাজায় রাজায় যুদ্ব করে, মরে জনগন।
রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিৎ দেশের কল্যান, ব্যক্তি/দলীয় স্বার্থ নয়।
দেশকে সামনে এগিয়ে নেয়া পেছন দিকে নয়। সরকার ও বিরোধী দলকে দেশের স্বার্থে সমঝোতায় আসতে হবে
# শেয়ার বাজারে বিনিয়োগকরে নিঃশ্ব হয়ে যাওয়া ৩৩ লাখ বিনিয়োগকারী
# নির্যাতেনর শিকার বিরোধী রাজনৈতক দল
# চাকরী হারানো সরকারী কর্মকর্তা কর্মচারী
# দ্রব্যমূল্য, যানযট, গ্যাস-পানি-বিদ্যুত সংকটে অতিষ্ট নগরবাসী
# চাদাবাজি টেন্ডারবাজীতে বিরক্ত ব্যাবসায়ী সমাজ
# আপনজনের সাথে ঈদ করতে না পারা শহুরে জনতা
# ভাঙা রাস্তায় গাড়ী চালিয়ৈ নষ্ট হয়ে যাওয়া গাড়ীর সালিক, বেকার হওয়া শ্রিমক, আর নাকাল হওয়া সাধারন নাগিরক
# ডুবোচরে আটকে যাওয়া ফেরীর যাত্রীরা, আর
# ক্ষমতাসীনদের অভ্যন্তরীন বঞ্চিতেদর হাহাকার
কত মাত্রার ভূমিকম্প হয়ে দেখা দেবে? কোথায় নিয়ে যাবে দেশকে? পারবে কী সহ্য করতে প্রবল ঝাকুনি? অগ্নীস্ফুলিংগ বের হওয়ার আগেই কি পদেক্ষপ নেয়া যায় না জাতীয় ঐকমত্য প্রিতষ্ঠার?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




