মানুষের মন মাঝে মাঝে এক ভিন্ন ধারার খোজ করে
এই যেমন আজ কি যেন আমার মন খুজছে
কি যেন চাইছে, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি নাহ
পারিপার্শ্বিক ঘটনা এবং সময় মাঝে মাঝে অন্য রকম কিছু ভাবনা এনে দেয়
কিন্তু অপার্থিব কি যেন ভাবনা, এক অন্য রকম ভয় আনে অবচেতঅন মনে
মানুষ নিজেকে বোঝেনা, নিজেকে বুঝতে পারা কি সত্যি সহজ
নিজেকে বুঝতে হলে তো, বুঝতে হবে বাশ্তবতাকে,
কিন্তু আমি যে, প্রতি মুহূর্তে পালিয়ে বেড়াতে চাই
এটা কনো সমাধান নাহ
ভালবাসতে চাই, প্রতিদান হীনভাবে
এ ও, কি সম্ভব.
ঈর্ষা আর হারানোর ভয়, দুই এর সম্মুখিন এ কিন্তু ভালবাসা থাকে নাহ
কিন্তু কি, এবসারট , টিক নাহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




