আমি আমার গল্পের নায়কের মতো বাঁচতে চেয়েছি !
খুব একটা কি বেশী চাওয়া ?
যে গল্প আমি নিজ হাতে সাজিয়েছি,
কেন আমিও সেই গল্পের অংশ হতে পারবো না !!
নানারঙ্গে জীবনকে সাজাতে চেয়েছিলাম,
পাখি হয়ে আকাশে উড়তে চাইলাম, ঘুড়ি সেজে মেঘ ছুঁতে
রাজপ্রাসাদ বানিয়ে নিজেই রাজা হতে চাইলাম,
বিশাল অট্টালিকায় ঘর বেধে সবাইকে তুচ্ছ করতে চাইলাম
পোশাকে রং মেখে সবার থেকে আলাদা হতে চাইলাম
শব্দকে সাজিয়ে কথামালা রঙিন করতে চাইলাম
বুকে ঘৃনা নিয়ে হাসির সাথে আঁতাত করলাম
আমি বড্ড নিষ্ঠুর হতে চাইলাম।
জীবনের একটা মুহূর্তে এসে জানলাম,
আমার সব চাওয়াই ভূল ছিলো।
আমি শুধু, শুধুই তোমারি হতে চেয়েছি
সাজানো গল্পের নায়কের মতো
তপ্ত দুপুরে ঘামে ভেজা শরীর নিয়ে, তোমার পাশে থাকতে চেয়েছি
বিনিময়ে তোমার হাতের স্পর্শ কপালে রাখতে চাইলাম।
ঝুম বৃষ্টিতে, ভেজা কদম হাতে তোমার জন্য অনন্তহীন হেঁটে যেতে চেয়েছি
জ্বরের ঘোরে, তোমার কোমল ছোঁয়া পেতে চেয়েছি
আলাপনে, তোমার মধূর কন্ঠে 'ভালোবাসিও' শুনতে চেয়েছি
আমি সাজানো গল্পের নায়কের ন্যায়, তোমাকে ভালবাসতে চেয়েছি।
আজও আমি আমার গল্পের নায়ক হতে চাই
জীবনের শেষ মুহূর্তে এসে, আবার আমি মেঘ ছুঁতে চাইছি,
আমি তোমার হাতের স্পর্শ খুঁজে চলেছি।
জীবনের হিসেব নিকেষ না কষে,
আমি কেবল একবারের জন্য আমার সাজানো গল্পের নায়ক হতে চাই।
বড্ড স্বাদ জাগে, তপ্ত দুপুরে শুধু একবার তোমার নরম হাতের ছোঁয়া পেতে
একটু বাদেই মহাকাশের আঁধার চিরতরে আমায় গ্রাস করবে,
আমি, কিছুই না পাওয়ার আক্ষেপ নিয়ে
আঁধার ছোঁয়ার অপেক্ষায় আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


