http://www.bbc.co.uk/writersroom/
এই সাইটটাতে ঢুকে অবাক হলাম। বিবিসির মতো বড় প্রতিষ্ঠান তাদের ওয়েব সাইটে নতুনদের স্ক্রিপ্ট চাইছে। নতুনদের সুযোগ দিতে চাচ্ছে।
তারা বলছে -
BBC writersroom is always on the lookout for fresh, new, talented writers for a changing Britain. When we find them, we do everything we can to get their voice heard and their work produced for BBC film, TV and radio – for drama, comedy, and children’s programmes.
If you have talent, an original voice, and stories to tell, then BBC writersroom wants to know about you
আমাদের দেশে অনেক অনেক টিভি চ্যানেল। কিন্তু নতুন লেখকদের জন্য কোন সুযোগ নাই। নতুন লেখকদের নানা কাঠখড় পোড়াতে পোড়াতে টিকে থাকতে পারলে চ্যানেলে যাওয়া সম্ভব হয়, নচেৎ নয়। চ্যানেলের চ্যানেল পাইতে পাইতে বয়সের চ্যানেল ফুরায়া যায়।
এই হাভাতের দেশে ক'জন মানুষের পক্ষে দীর্ঘদিন এভাবে সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করা সম্ভব ? ফলে অনেক সম্ভবনাময় প্রতিভা ঝরে পড়ে, প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও লেখালেখি ছেড়ে চলে যায় অন্য কোন পেশায়। স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
অথচ বিবিসির মতো আমাদের মিডিয়াও নতুন প্রতিভাদের পাশে দাঁড়াতে পারত। আমাদের মিডিয়া কবে এ রকম হবে ?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





